বিয়ে করলেই খুলবে কপাল! ১০ লক্ষ দেবে রাজ্য সরকার, অপেক্ষা না করে ঝটপট সেরে ফেলুন শুভকাজ

বিয়ে (Marriage) নিয়ে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব মতামত থাকে। কেউ ভীষণ ধুমধাম করে বিয়ে করতে চান, কেউ আবার বিয়ের কথা শুনলেই উল্টো পথে হাঁটা দেন! তবে কখনও কি এটা শুনেছেন, বিয়ে করলে সরকারের (Government) তরফ থেকে দেওয়া হবে ১০ লাখ টাকা? রাজ্য সরকারের (State Governmet) এই দুর্দান্ত প্রকল্পের কথা আজও জানেন না বহু মানুষ।

একটা বিয়ে দিতে যে প্রচুর টাকা খরচ হয় তা কমবেশি সকলেই জানেন। তাই বিয়ে করলে যদি সরকারের (State Government) তরফ থেকে টাকা দেওয়া হয় তাহলে সুবিধা হয় অনেকের। ভারতবর্ষের একটি রাজ্যেই যেমন বিয়ে করলে ১০ লাখ অবধি দেয় সেখানকার রাজ্য সরকার! তবে এই বিয়ের জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে। কী সেই শর্ত? কারা পাবে সেই টাকা? এই প্রতিবেদনে বিশদে তুলে ধরা হল।

Inter Cast Marriage Scheme by Rajasthan Government

বিয়ে করলে ১০ লাখ টাকা দেবে সরকার!

বিয়ে করলে ১০ লাখ টাকা দেওয়ার এই প্রকল্প রাজস্থানে রয়েছে। তবে সব বিয়েতে কিন্তু টাকা দেওয়া হয় না। ইন্টারকাস্ট ম্যারেজ (Inter-Caste Marriage) অর্থাৎ আন্তঃবর্ণ বিবাহ করলেই রাজস্থান সরকার (Government of Rajasthan) এই টাকা দেয়। রাজ্যবাসীকে আন্তঃবর্ণ বিবাহের জন্য় উৎসাহ প্রদানের উদ্দেশে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল।

আরও পড়ুনঃ প্রতিমাসে পাবেন ১০০০, সাথে বিনা সুদে ১ লাখের লোন! রেশন কার্ড নিয়ে বিরাট ঘোষণা সরকারের

আগে রাজ্য সরকারের এই প্রকল্পের (Government Scheme) অধীনে ৫ লাখ টাকা দেওয়া হতো। বর্তমানে সেটা বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। এই স্কিমের আওতায় দু’ভাবে টাকা দেওয়া হয়। প্রথমে ৫ লাখ টাকা দু’জনের জয়েন্ট অ্যাকাউন্টে দেওয়া হয়। এরপর বাকি অর্থ ৮ বছরের জন্য Fixed Deposit করে দেওয়া হয়। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বর-কনের মধ্যে যে কোনও একজনকে দলিত সম্প্রদায়ের হতে হয় এবং রাজস্থান রাজ্যের স্থায়ী নিবাসী হতে হয়।

আবেদনের যোগ্যতা

উপরিউক্ত প্রকল্পের আবেদন করতে গেলে বেশ কিছু যোগ্যতামানের দরকার। সেই বিষয়ে নিম্নে তুলে ধরা হল।

  1. বর-কনের কারোর বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে হলে হবে না।
  2. দু’জনের মিলিত আয়ের পরিমাণ আড়াই লাখের বেশি হলে হবে না।
  3. বর-কনের উভয়ের আধার কার্ড এবং জয়েন্ট অ্যাকাউন্ট থাকতে হবে।

আরও পড়ুনঃ বউ থাকলেই সোনায় সোহাগা! জয়েন্ট অ্যাকাউন্টে পাবেন এত্ত সুবিধা, শুনলে আপনিও চমকে যাবেন

এছাড়া এই প্রকল্পে অ্যাপ্লাইয়ের সঙ্গে জাতিগত শংসাপত্রও দিতে হয় এবং বিয়ে হওয়ার এক মাসের মধ্যে এই স্কিমের জন্য আবেদন করতে হয়। কেউ চাইলে রাজস্থান সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। উল্লেখ্য, শুধু রাজস্থান নয়, গোটা দেশে এই ধরণের ইন্টারকাস্ট ম্যারেজ অর্থাৎ আন্তঃবর্ণ বিবাহ করলে ড. সবিতা বেন আম্বেদকর আন্তঃবর্ণ বিবাহ স্কিমের অধীন আড়াই লাখ টাকা প্রদান করা হয়।

Leave a Comment