পড়ুয়াদের মোবাইল ও ট্যাব দেওয়া হবে! নববর্ষের আগেই সুখবর দিল রাজ্য সরকার

Digishakti Scheme: প্রযুক্তিনির্ভর এই যুগে পড়াশোনাও অনেক বেশি ডিজিটাল নির্ভর হয়ে গিয়েছে। করোনাকালে চালু হওয়া অনলাইনে পড়াশোনার পরম্পরা এখনও অনেক জায়গায় বজায় আছে। আর এই অনলাইনে পড়াশোনা করতে গেলে দরকার হয় মোবাইল (Mobile), ট্যাবলেটের (Tablet) মতো ইলেকট্রনিক গ্যাজেটের। এবার তাই পড়ুয়াদের মোবাইল এবং ট্যাব দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো রাজ্য সরকার।

পড়ুয়াদের মোবাইল ও ট্যাব দেবে রাজ্য সরকার (UP Government Will Give Mobile & Tablet)

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প চালু করেছিলেন। রাজ্যের অগুনতি পড়ুয়া এই প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছে। এবার একই পথে হাঁটলো উত্তরপ্রদেশ সরকার (UP Government)। রাজ্যের কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য একটি বিরাট সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার। তাঁদের প্রত্যেককে একটি করে স্মার্টফোন এবং ট্যাবলেট দেবে উত্তরপ্রদেশ সরকার।

ডিজিশক্তি স্কিমে কারিগরি শিক্ষার পড়ুয়াদের মোবাইল ও ট্যাবলেট দেবে উত্তরপ্রদেশ সরকার : UP Government will give smart phone and tablet in Digishakti scheme to students

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রেস কনফারেন্স করে রাজ্যের ছাত্রছাত্রীদের এই সুখবর দেন। তিনি জানান, ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়িত করার দিকে আরও এক ধাপ এগোনো হল। এখন প্রশ্ন উঠতেই পারে, কোন পড়ুয়ারা মোবাইল এবং ট্যাব পাবে? সেই উত্তরও পাওয়া গিয়েছে।

আরও পড়ুনঃ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে কড়া সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের! না মানলে সমস্যায় পড়তে পারে শিক্ষার্থীরা 

কোন পড়ুয়াদের দেওয়া হবে এই মোবাইল এবং ট্যাব?

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শুধুমাত্র কারিগরি শিক্ষার (মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং) সঙ্গে যুক্ত পড়ুয়াদের প্রাথমিকভাবে মোবাইল এবং ট্যাব দেওয়া হবে। এই কারণে ডিজিশক্তি স্কিম (Digishakti Scheme) বা স্বামী বিবেকানন্দ শক্তিস্মরণ নামের একটি প্রকল্প শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে না পশ্চিমবঙ্গের পড়ুয়ারা! কারণ চমকে দেওয়ার মত

একটি সংবাদমাধ্যমে সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, প্রযুক্তি শিক্ষার সঙ্গে যুক্ত প্রায় ৬৮ লাখ ছাত্রছাত্রীকে স্মার্টফোন কেনার জন্য টাকা প্রদান করবে যোগী আদিত্যনাথের সরকার। অন্যদিকে ট্যাব কেনার টাকা দেওয়া হবে কারিগরি শিক্ষার প্রায় ১ কোটি শিক্ষার্থীকে। ইন্টারনেট এবং প্রযুক্তি ব্যবহার করে রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে নিজেদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারে সেই জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Comment