শিক্ষার পথে বাধা হবে না আর্থিক সমস্যা, ছাত্রছাত্রীদের জন্য বিশাল ঘোষণা রাজ্য সরকারের

নতুন বছরে নতুন ধরণের প্রকল্প ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাধারণ মানুষের সুবিধার্থে এবার যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Scheme) শুরু করলেন তিনি। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? কীভাবে আবেদন করতে হবে? সেই সম্বন্ধে বিশদে জানতে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে আসীন হওয়ার পর থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্প (Government Scheme) চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের দ্বারা উপকৃত হয়েছেন অগুনতি রাজ্যবাসী। এবার সেই তালিকাতেই যুক্ত হল যোগ্যশ্রীর নাম। সোমবার ধনধান্য প্রেক্ষাগৃহে এই নতুন প্রকল্পের ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন স্কলারশিপ : Nabanna Scholarship By West Bengal Government

যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Scheme by West Bengal Government)

আজ যোগ্যশ্রী প্রকল্পের শুভ সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই নতুন প্রকল্প পরিচালিত হবে অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ দ্বারা। রাজ্যের তফশিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েদের জন্য যোগ্যশ্রী প্রকল্প শুরু করলেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে তাঁদের IIT, JEE, WBJEE, NEET থেকে শুরু করে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! গ্রিড ইন্ডিয়ায় নিয়োগ শুরু, সুবর্ণ এই সুযোগ একদম হাতছাড়া করবেন না

এমনিতে গত ২ বছর ধরে JEE, WBJEE, NEET পরীক্ষার জন্য প্রশিক্ষণ প্রকল্প রাজ্যে চালু আছে। এই স্কিমের দ্বারা গোটা রাজ্য জুড়ে ৩৬টি সেন্টারে অগুনতি শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। তাঁদের মধ্যে অনেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যও অর্জন করেছেন।

যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা (Yogyashree Scheme Benefits)

রাজ্যের প্রদান করা তথ্য অনুযায়ী, গত দু’বছরে ২০৮৮০ জন ছাত্রছাত্রীর মধ্যে ২২৫৪ জন টেকনিক্যাল কোর্সে স্থান অর্জন করেছেন। এছাড়া ৮ জন পড়ুয়া IIT-তে, ৩৪ জন MBBS এবং ১৪ জন NIT-তে সুযোগ পেয়েছেন। ছাত্রছাত্রীদের এই সাফল্য দেখে উদ্বুদ্ধ হয়েছে রাজ্য সরকার এই প্রকল্পটিকে পরিবর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রশিক্ষণের সময়ও বৃদ্ধি করা হয়েছে। চলতি বছর গোটা পশ্চিমবঙ্গে ৫০টি কেন্দ্রে দুই হাজার তপশিলি জাতি এবং আদিবাসী শিক্ষার্থীকে যোগ্যশ্রী প্রকল্পের দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে RPF-এ চাকরি! সুবর্ণ এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে এখুনি করুন আবেদন

কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া? (Yogyashree Application Starting Date)

মিডিয়া রিপোর্ট গিয়েছে, খুব শীঘ্রই যোগ্যশ্রী প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই স্কিমের দ্বারা ৬ মাস এবং ৩০০ ঘণ্টা সময়ব্যাপী ক্লাসের আয়োজন করা হবে। প্রত্যেক সপ্তাহে তিন দিন করে ক্লাস নেওয়া হবে। যোগ্যশ্রী প্রকল্পের আওতায় রেল, ব্যাঙ্ক, পোস্ট অফিস, পুলিশ সহ বিভিন্ন সরকারি ক্ষেত্রে গ্রুপ বি, সি, ডি ইত্যাদি পদের জন্যেও ট্রেনিং দেওয়া হবে।

Leave a Comment