কোথাও যেতে হবে না, বাড়ি বসেই মিলবে সরকারি সুবিধা! নতুন প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য এবং রাজ্যবাসীর উন্নয়নের স্বার্থে একাধিক জনমুখী প্রকল্প শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। শিশু থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা প্রত্যেকের জন্য কিছু না কিছু প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার রাজ্যবাসীর জন্য ফের একটি দারুণ স্কিম (Government Scheme) শুরু করলেন তিনি। তবে এবারের প্রকল্পটা বাকিগুলির থেকে একটু আলাদা।

এবার রাজ্যবাসীর জন্য এমন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে যার মাধ্যমে বাড়ি বসে নানান সুযোগ সুবিধা পেয়ে যাবেন তাঁরা। এই প্রকল্পের নাম হল নগর বন্ধু প্রকল্প (Nagar Bandhu Scheme)। নতুন বছরের প্রথম দিন তথা আগামী ১ জানুয়ারি থেকে শুভ সূচনা হতে চলেছে এই স্কিমের।

West Bengal Launches New Scheme for Senior Citizens Called Nagar Bandhu

পশ্চিমবঙ্গ সরকারের নগরবন্ধু প্রকল্প (West Bengal Government Nagar Bandhu Scheme)

শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য- নানান বিভাগে নতুন নতুন প্রকল্প শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে নগর বন্ধু স্কিম সেগুলির থেকে একটু আলাদা। কারণ এর দ্বারা বাড়ি বসে সরকারি নানান সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন পশ্চিমবঙ্গবাসী। সরকারি অফিসে দৌড়ঝাঁপ না করে বাড়িতে বসে একটা ফোন করলেই হয়ে যাবে মুশকিল আসান!

আরও পড়ুনঃ হাতের আঙুল না থাকলে কীভাবে তৈরি হয় আধার কার্ড? জেনে রাখুন UIDAI-এর অবাক করা নিয়ম

রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের সূচনা করেন ফিরহাদ হাকিম। বৃদ্ধ-বৃদ্ধা এবং প্রতিবন্ধী জনগণের সরকারি অফিসে যাওয়ার ঝক্কি কমানোর জন্য এই প্রকল্প শুরু করা হয়েছে। তবে এই মুহূর্তে শুধু কলকাতা পৌরসভা নিবাসী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীদের জন্য এই স্কিম শুরু করা হচ্ছে। এই স্কিম ব্যবহার করতে এই মুহূর্তে কোনও চার্জ লাগছে না। তবে আগামী দিনে চার্জ লাগতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ১লা তারিখ থেকেই বন্ধ রেশন! নববর্ষের আগে চিন্তার ভাঁজ কোটি কোটি মানুষের কপালে

নগর বন্ধু প্রকল্পের শর্ত (Nagar Bandhu Scheme Eligibility)

  1. আপাতত শুধু কলকাতার পৌরসভা নিবাসী বৃদ্ধ-বৃদ্ধা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নগর বন্ধু প্রকল্প শুরু করা হচ্ছে।
  2. নগর বন্ধু প্রকল্পের মাধ্যমে পৌরসভার বিভিন্ন কাজ, যেমন- ট্যাক্স জমা, খাজনা দেওয়া, জমির মিউটেশন করানো, লাইসেন্স প্রভৃতির সুবিধা পাআওয়া যাবে।
  3. প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা যেহেতু সাধারণত ইন্টারনেট পরিষেবার সঙ্গে তেমন যুক্ত থাকেন না, সেই কারণে পৌরসভার আধিকারিকেরা বাড়ি গিয়ে নগর বন্ধু প্রকল্পের সুবিধা বুঝিয়ে দেবেন।

আপনি যদি এই স্কিম সম্বন্ধে আরও বিশদে জানতে চান তাহলে ফোন করতে পারেন ৮৩৩৫৯৯৯১১১ নম্বরে। ফোন করলে কল সেন্টারের তরফ থেকে আপনার

2 thoughts on “কোথাও যেতে হবে না, বাড়ি বসেই মিলবে সরকারি সুবিধা! নতুন প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর”

Leave a Comment