৫০০-১০০০ অতীত, এবার রাজ্যের মহিলাদের ৩০০০০ দেবে সরকার! আজই করুন আবেদন

মহিলাদের উন্নয়নের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। মহিলারা যাতে স্বাবলম্বী হতে পারেন তার ওপর বিশেষ জোর দিয়েছে মোদী সরকার। পশ্চিমবঙ্গ সরকারও (Government of West Bengal) গ্রহণ করেছে একাধিক উদ্যোগ। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন এই রাজ্যের অগুনতি মহিলা।

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশে ফের একটি নতুন প্রকল্প সূচনা করলেন। সেই প্রকল্পের নাম মহিলা সমৃদ্ধি যোজনা (Mahila Samridhi Yojana)। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা ৩০,০০০ টাকা অবধি পেতে পারেন। কীভাবে আবেদন করতে হবে? কী কী নথিপত্র লাগবে? বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

লাখপতি দিদি যোজনা : New Govt Scheme Lakhpati Didi Yojana for Woman Empowerment

মহিলা সমৃদ্ধি যোজনা (Mahila Samridhi Yojana)

রাজ্যের মহিলাদের উন্নয়নের কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) এই প্রকল্প তৈরি করেছে। মহিলারা যাতে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারেন, সেই জন্য চালু করা হয়েছে রাজ্য সরকারের এই স্কিম। পশ্চিমবঙ্গ নিবাসী কোনও মহিলা যদি ব্যবসা শুরু করতে চান, তাহলে মহিলা সমৃদ্ধি যোজনার আওতায় ৩০,০০০ টাকা অবধি ঋণ পেতে পারেন।

আরও পড়ুনঃ শিশুরাই ভবিষ্যৎ, তাদের স্বাস্থ্যের দায়িত্ব নেবে সরকার! বড় ঘোষণা মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রকল্পের সুবিধা (Benefits of Mahila Samridhi Yojana)

মহিলা সমৃদ্ধি যোজনার একাধিক সুবিধা রয়েছে। এই প্রকল্পের আওতায় একজন মহিলা খুব সহজেই লোন পেতে পারেন। সর্বাধিক ৩০,০০০ টাকা অবধি ঋণ দেওয়া হবে তাঁকে। সবচেয়ে বড় সুবিধা হল, এই ঋণ শোধের ক্ষেত্রে সরকারের তরফ থেকে ভর্তুকি প্রদান করা হবে। সরকারের তরফ থেকে ৫০% অবধি ভর্তুকি মিলবে। বাকি টাকা ৩%-৪% সুদের ত্রৈমাসিক ১২টি কিস্তির মাধ্যমে শোধ করতে হবে।

প্রকল্পের সুবিধা কারা পাবেন? (Mahila Samridhi Scheme Eligibility)

রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা কিন্তু সকল মহিলা পাবেন না। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন চলুন দেখে নেওয়া যাক।

  1. আবেদনকারী মহিলাকে তপশিলি জাতি কিংবা উপজাতি এবং অন্যান্য অনগ্রসর জাতি (SC/ST/OBC) ভুক্ত হতে হবে।
  2. আবেদনকারী মহিলারা বয়স ১৮-৫০ বছরের মধ্যে হতে হবে।
  3. সংশ্লিষ্ট মহিলার পরিবারের বার্ষিক আয় ১.৫ লাখ টাকার মধ্যে হতে হবে।

আরও পড়ুনঃ আর হবে না চুরি! শুধুমাত্র যোগ্যরাই পাবে, রেশন ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা সরকারের

প্রয়োজনীয় নথিপত্র (Documents required to apply for Mahila Samridhi Yojana)

উপরিউক্ত প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু নথিপত্র লাগবে চলুন তা দেখে নেওয়া যাক।

  1. আধার কার্ড।
  2. কাস্ট সার্টিফিকেট।
  3. আয়ের শংসাপত্র।
  4. পঞ্চায়েতের দেওয়া জাতিগত শংসাপত্র।
  5. ১০ টাকা মূল্যের জুডিশিয়াল স্ট্যাম্প পেপার।
  6. আবেদনকারীর ব্যাঙ্কের পাসবই।

আবেদনের পদ্ধতি (Application Process)

মহিলা সমৃদ্ধি যোজনার জন্য আবেদন করতে হলে আপনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। ইচ্ছুক প্রার্থীকে সংশ্লিষ্ট অফিসের SC/ST/OBC বিভাগে গিয়ে আবেদন করতে হবে। এরপর কলকাতার WBSCSTOBCDFC অফিস থেকে অনুমোদন এলে আবেদনকারীকে ঋণের টাকা দেওয়া হবে।

Leave a Comment