SC, ST, OBC থেকে জেনারেল, সবাই পাবে সুবিধা! যোগ্যশ্রী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যবাসীর কল্যাণের কথা ভেবে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন। এমনই একটি স্কিম হল যোগ্যশ্রী (Yogyashree Scheme)। কয়েকদিন আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। এবার রাজ্য সরকারের (Government of West Bengal) এই প্রকল্প নিয়েই একটি বড় আপডেট সামনে এল। ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Scheme)

যোগ্যশ্রী প্রকল্পের কথা যখন ঘোষণা করা হয়েছিল, তখন বলা হয়েছিল শুধুমাত্র SC, ST সম্প্রদায়ের ছেলেমেয়েরা এই স্কিমের সুবিধা পাবে। তবে এবার এই স্কিমের (Government Scheme) আওতায় SC, ST ছাত্রছাত্রীদের পাশাপাশি OBC এবং জেনারেল সম্প্রদায়ের সকল ছেলেমেয়েদেরও নিয়ে আসা হল। সম্প্রতি সামনে এসেছে এই আপডেট।

Higher Seconday Students

দিন কয়েক আগে হাওড়ায় নানান প্রকল্পের উদ্বোধন করার সময় সরকারি বিভিন্ন পরিষেবা নিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সময় তিনি রাজ্যের ছাত্রছাত্রীদের একটি বিরাট সুখবর দেন। তিনি বলেন, এবার থেকে যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা SC, ST, OBC, জেনারেল সকল ছাত্রছাত্রীরা পাবেন। এবার প্রশ্ন হল, এই প্রকল্পের অধীনে কী কী সুবিধা পাওয়া যায়?

আরও পড়ুনঃ ১০০০-১২০০ নয়, এবার বাড়ি বসে মিলবে ৫০০০ টাকা! নয়া প্রকল্প ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

প্রকল্পের সুবিধা (Yogyashree Scheme Benefits)

পশ্চিমবঙ্গ সরকারের যোগ্যশ্রী প্রকল্পের অধীনে রাজ্যের পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য সহ কেন্দ্রীয় সরকারের নানান পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। যেমন- পুলিশে চাকরি, রেলে চাকরি, পোস্ট অফিসে চাকরি সহ একাধিক পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে যোগ্যশ্রী প্রকল্পের অধীনে। এছাড়া যে সকল শিক্ষার্থীরা JEE, NEET সহ নানান রকম প্রবেশিকা পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, তাঁদেরও এই প্রকল্পের অধীনে বিনামূল্যে প্রস্তুতি দেওয়া হবে।

আরও পড়ুনঃ বাড়ছে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ! ভোটের আগে মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের

সম্পূর্ণ রাজ্য জুড়ে মোট ৪৬টি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। সেখানে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। কোর্সের মেয়াদ হল ৬ মাস। সপ্তাহে ৩ দিন করে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রকল্পে আবেদন নিয়ে আমাদের তরফ থেকে ইতিমধ্যেই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে এই প্রকল্প সম্বন্ধে বিশদে উল্লেখ করা আছে। আপনি চাইলে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট থেকে এবং অফলাইনে আবেদনপত্র পূরণ করে যোগ্যশ্রী স্কিমের জন্য আবেদন করে ফেলতে পারো।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

Leave a Comment