আটকে যাবে যুবশ্রীর টাকা! এই ফর্ম জমা দিয়েছেন? জেনে নিন জমা দেওয়ার পদ্ধতি

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্প (Yuvasree Scheme) চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। যার ফলে সুবিধা হয়েছে বহু মানুষের। তবে এবার এই প্রকল্প সম্বন্ধেই একটি নতুন আপডেট দিল এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক (Employment Bank)। এই প্রকল্পে যদি নাম নথিভুক্ত করা থাকে এবং এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে একটি ফর্ম জমা দিতে হবে। নাহলে হয়তো প্রকল্পের টাকা ঢুকতে সমস্যা হতে পারে!

যুবশ্রী প্রকল্পের (Yuvasree Scheme) দ্বারা রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রত্যেক মাসে ১৫০০ টাকা দেয় সরকার। সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) এই টাকা চলে যায়। ইতিমধ্যেই অনেকে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আপনিও যদি যুবশ্রী প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক (Employment Bank) থেকে কোন ফর্ম জমা দেওয়ার কথা বলা হয়েছে? তা জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

New Update on Yubashree Prokolpo

যুবশ্রী প্রকল্পের গ্রাহকদের জমা দিতে হবে এই ফর্ম!

সম্প্রতি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের (Empoyment Bank) অফিশিয়াল ওয়েবসাইট থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা জানানো হয়েছে, যে সকল কর্মপ্রার্থীরা যুবশ্রী প্রকল্পের (Yuvasree Scheme) ভাতা পাচ্ছেন তাঁদের Annexure-III ফর্মটি জমা করতে হবে। আগামী ১৫-০১-২০২৪ থেকে ০৪-০২-২০২৪ তারিখের মধ্যে অনলাইনে তাঁদের এই কাজটি করে ফেলতে হবে।

এই বিষয়ে বিশদে জানতে হলে নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ (Employment Exchange) অফিসে গিয়ে কথা বলা যেতে পারে। পাশাপাশি জানানো হয়েছে, যুবশ্রী প্রকল্পের গ্রাহকরা Annexure-III ফর্মটি যেমন নিজেরা জমা দিতে পারবেন, তেমনই নিকটবর্তী ‘বাংলা সহায়তা কেন্দ্র’ কিংবা ‘তথ্য মিত্র কেন্দ্র’ থেকেও এই কাজটি করাতে পারবেন।

আরও পড়ুনঃ গরিবদের জন্য ফ্রী বিদ্যুৎ! লক্ষাধিক মানুষের মুখে হাসি ফোটালো পশ্চিমবঙ্গ সরকার

কীভাবে জমা দিতে হবে?

যুবশ্রী প্রকল্পের Annexure-III ফর্ম (Yuvasree Scheme Annexure-III Form) কাদের জমা দিতে হবে? এই বিষয়টি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট থেকেই জানা যাবে। কীভাবে তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. ‘ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী’ লেখায় ক্লিক করতে হবে।
  3. নিজের EB নম্বর দিন এবং ক্যাপচা কোড লিখে সাবমিট করুন।
  4. এবার দেখতে পাবেন আপনাকে Annexure-III ফর্ম জমা দিতে হবে কিনা।

আরও পড়ুনঃ কন্যাদের উন্নয়নের জন্য ১০টি ধামাকা প্রকল্প! এক ঝলকে দেখে নিন এই সরকারি স্কিমগুলির সুবিধা

যদি জমা দিতে হয় তাহলে আপনি নিজে অনলাইনে এই কাজটি করে ফেলতে পারবেন। কিংবা দরকার পড়লে নিকটবর্তী ‘বাংলা সহায়তা কেন্দ্র’ কিংবা ‘তথ্য মিত্র কেন্দ্র’ থেকেও এই কাজটি করাতে পারবেন।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

Leave a Comment