নতুন বছরে দুর্দান্ত চাকরি, কর্মী নিচ্ছে রাজ্যের এয়ারপোর্ট, এভাবে করুন আবেদন

বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা ভালো চাকরির (Job) জন্য হন্যে হয় ঘুরতে হচ্ছে যুবক যুবতীদের। তবে এবার চাকরি প্রার্থীদের জন্য রইল দারুন সুখবর। রাজ্যের বিমানবন্দরে নিয়োগ হতে চলেছে। এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (AIESL) এর পল্ল্য থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই আপনারও যদি এয়ারপোর্টে চাকরি করার স্বপ্ন থেকে থাকে এই শূন্যপদের জন্য আবেদন করতেই পারেন।

কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে? এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সহ এয়ারপোর্টের চাকরির জন্য বিস্তারিত আজকের প্রতিবেদনে উল্লেখ করা হল। একই সাথে অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদনের লিঙ্কও নিচে দেওয়া রয়েছে।

কর্মী নিয়োগ এয়ারপোর্ট (Airport Recruitment)

নিয়োগ সংস্থা এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (AIESL)
মোট শূন্যপদ ২০৯
আবেদন শুরুর তারিখ ২২ ডিসেম্বর ২০২৩
আবেদন করার শেষ তারিখ ১৫ই জানুয়ারি ২০২৪
নিয়োগের বিজ্ঞপ্তি নং AIESL/HR-HQ/2023/3975

শূন্যপদের বিবরণঃ

নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে অ্যাসিস্টেন্ট সুপারভাইজার পদে।

মাসিক বেতনঃ

এই পদের ক্ষেত্রে মাসে ২৭,০০০ টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড এ আবেদন করার জন্য আবেদন কারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে নিম্নরুপঃ

  • আবেদনকারীকে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছরের স্নাতক এর কোর্স করে থাকতে হবে।
  • প্রার্থীকে স্বীকৃত কোনো একটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের সার্ফিফিকেট কোর্স করে থাকতে হবে।

আবেদনের বয়স সীমা :

আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্দ্ধসীমা ৩৮ বছর ও তফশিলি জাতিভুক্তদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের জন্য ফি :

যারা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদনের সময় ১০০০ টাকা ফিস দিতে হবে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ফিস জমা করতে হবে।

আবেদন পদ্ধতিঃ

কিভাবে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (AIESL) এর অ্যাসিস্টেন্ট সুপারভাইজার পদের জন্য আবেদন করতে হবে তার পদ্ধতি নিচে দেওয়া রইল।

  • প্রথমে নিচের লিঙ্কে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তর মধ্যেই আবেদনের ফর্ম পাওয়া যাবে। সেটি ডউনলোড করে নিতে হবে।
  • আবেদন ফর্মটি ডাউনলোড করে নেওয়ার পর সঠিক তথ্য দিয়ে ফিলআপ করে নিতে হবে।
  • আবেদন ফর্ম পূরণ করার পর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া ইমেল আইডিতে সেটার PDF পাঠিয়ে দিতে হবে। একই সাথে একটি গুগুল ফর্ম লিংক থাকবে সেটিকেও যথাযথ তথ্য দিয়ে সাবমিট করতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক : Official Notification

অফিসিয়াল ওয়েবসাইট : aiesl.in

Leave a Comment