সিভিক ভলেন্টিয়াররাও পাবে পুলিশের মর্যাদা? বড় ঘোষণা রাজ্য সরকারের

দিন কয়েক আগেই সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) বোনাস বৃদ্ধির ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ঘোষণার রেশ পুরোপুরি কাটার আগেই সামনে এল একটি বড় খবর। এবার জানা গেল, সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম বদলাতে চলেছে! অনুমান করা হচ্ছে, এবার পুলিশের মতো খাকি উর্দি গায়ে দেখা যাবে সিভিক ভলেন্টিয়ারদের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) পদটি তৈরি করেছিলেন। এই মুহূর্তে দেড় লাখেরও বেশি মানুষ এই পদে চাকরি করছেন। ট্রাফিক সংক্রান্ত কাজ সহ আরও বেশ কিছু কাজে সিভিক ভলেন্টিয়ারদের দেখা যায়। তবে আদালতের নির্দেশানুসারে, তাঁদের সকল প্রকার প্রশাসনিক কাজ রাখতে হবে।

সিভিক ভলিন্টার, WB Government announcement regarding Civic Volunteer

Civic Volunteer News in West Bengal

এতদিন অবধি আকাশী রঙের শার্ট এবং নীল রঙের প্যান্টই ছিল রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম (Civic Volunteer Uniform)। অন্যদিক রাজ্য পুলিশ (West Bengal Police) ও কলকাতা পুলিশের (Kolkata Police) ইউনিফর্মের রঙ যথাক্রমে খাকি এবং সাদা রঙের। তবে এবার শোনা যাচ্ছে, পুলিশ প্রশাসনের একাংশ সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্মে বদল আনতে চাইছে। শুধু তাই নয়, এই প্রসঙ্গে পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্তাদের তরফ থেকে নবান্নে চিঠি পাঠানো হতে পারে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ২ কোটি নতুন ঘর থেকে বিনামূল্যে বিদ্যুৎ! বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের

আচমকা কেন এই সিদ্ধান্ত?

এখন প্রশ্ন উঠতেই পারে, হঠাৎ কেন সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম (Civic Volunteer Uniform) বদল করতে চাওয়া হচ্ছে? কেনই বা রাজ্য পুলিশের খাকি পোশাক (Police Uniform) তাঁদের দেওয়ার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে? মিলেছে সেই উত্তরও। জানা গিয়েছে, বহু সময় দেখা যায় সিভিক ভলেন্টিয়াররা সাধারণ মানুষের ‘সফট টার্গেট’ হয়ে গিয়েছে। উন্মত্ত জনরোষ সামলাতে গিয়ে মাঝেমধ্যেই আক্রান্ত হয়ে পড়েন তাঁরা।

সেই জন্যই নাকি পুলিশ ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম বদলের কথা ভাবা হচ্ছে। তবে এই ইউনিফর্ম কবে বদল হবে তা এখনও জানা যায়নি। এই বিষয়ে প্রশাসনের একটি সূত্র বলেন, সিভিক ভলেন্টিয়ারদের পোশাকের কারণে তাঁদের সহজেই চিনতে পারা যায়। সাধারণ মানুষও বুঝে যায় তাঁরা সরাসরি পুলিশের সঙ্গে যুক্ত নন। আর সেই কারণে অনেক সময়ই সাধারণ মানুষের রোষের মুখে পড়তে হয় তাঁদের।

আরও পড়ুনঃ ১ তারিখ হলেই অ্যাকাউন্টে আসবে ১০০০ টাকা! ঝটপট আবেদন করুন নতুন রাজ্য সরকারের প্রকল্পে

চলতি বছর আবার রয়েছে লোকসভা নির্বাচন। ভোটের আবহে কয়েক সপ্তাহ আগে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী। এবার যদি তাঁদের ইউনিফর্মের রঙ বদল করা হয় তাহলে তা যুগান্তকারী পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে। এখনও অবশ্য রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনও সদর্থক উত্তর পাওয়া যায়নি। আগামীদিনে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই এবার দেখার।

Leave a Comment