১০০০ নতুন সরকারি চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর! জানুন কত মাইনে, কিভাবে করবেন আবেদন?

দেখতে দেখতে লোকসভা ভোট প্রায় চলেই এল, যদিও দিনক্ষণ ঘোষণা এখনো বাকি। তবে তার আগেই বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । চাকরির দুর্মূল্যের বাজারে নতুন পদে চাকরির (New Post in Government of West Bengal) কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কি চাকরি? কিভাবে পাবেন? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

সম্প্রতি পুরুলিয়াতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, ‘অনেকের পরিবারের সদস্যরা বন্য পশুর আক্রমণে নিহত হয়েছে, এমন ৭৩৮টি আবেদন জমা পড়েছে। তাই সিদ্ধান্ত নিয়েছি মৃতদের পরিবারের সদস্যদের জন্য নতুন ১০০০ পোস্ট তৈরী করা হবে ও সরকারি চাকরি দেওয়া হবে।

Mamata Banerjee giving Speech

এখানেই শেষ নয়, এদিন মমতা আরও বলেন, আগামী দিনে এই ধরণের দুর্ঘটনার ক্ষেত্রে মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে পশ্চিমবঙ্গ সরকরের তরফ থেকে। তাছাড়া মৃতদের পরিবারের এক সদস্যকে ১২,০০০ টাকা মাইনের চাকরি দেওয়া হবে।

আরও পড়ুনঃ সিভিক ভলেন্টিয়াদের জন্য খুশির খবর! ভোটের আবহে বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের

এরপর কৃষকদের জন্যও বড় ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী জানান, ‘খাদ্য দফতরের গাড়ি পৌঁছে যাবে কৃষকদের বাড়িতে। তারপর সেখানেই ওজন করে ধান কিনে নেওয়া হবে। আমরা চাই রেশনে যে চাল বিনামূল্যে দেওয়া হয় তা আমাদের কৃষকরাই উৎপাদন করুক’।

কৃষকদের পর প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়েও ছিল ঘোষণা। তাঁর মত, আগামী ১লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্র বকেয়া টাকা না দেয়, সেক্ষেত্রে ১১ লক্ষ দরিদ্র মানুষের জন্য সরকার বাড়ি বানিয়ে দেবে। এর জন্য কেন্দ্রের কাছে আর হাতপাতা হবে না।

আরও পড়ুনঃ ১০০০-২০০০ নয়, এবার প্রতিমাসে ৫০০০ টাকা দেবে সরকার! ধামাকা প্রকল্প আনল কেন্দ্র সরকার

সব শেষে MNREGA কর্মীদের জন্যও ছিল সুখবর। এসপ্তাহের সোমবার থেকেই নাকি মনরেগা কর্মীদের বকেয়া টাকা দেওয়া শুরু করেছে রাজ্য। সেই টাকাও নাকি কেন্দ্রের তরফ বকেয়ার রয়েছে। এমন প্রায় ৫০ লক্ষ কর্মীদের পাওনা টাকা দেবে রাজ্য সরকার।

Leave a Comment