৭ দিনেই হবে শিক্ষক নিয়োগ! টেট পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিরাট মন্তব্য শিক্ষামন্ত্রীর

রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা (TET Exam) হলেও, নিয়োগ স্থগিত আছে। যা নিয়ে হতাশায় ভুগছেন বহু পরীক্ষার্থীরা। কবে নিয়োগ হবে? মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এই একটি প্রশ্ন। এবার সকল টেট (Teacher Eligibility Test) পাশ প্রার্থীদের একটি বিরাট সুখবর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বৃহস্পতিবার শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে কলকাতায় রাস্তায় বিক্ষোভ করেছিলেন Upper Primary Recruitment তথা উচ্চ প্রাথমিক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা। এবার নিয়োগ প্রসঙ্গে মুখ খুললেন শিক্ষামন্ত্রী (Education Minister)।

বৃহস্পতিবার বিক্ষোভের সময় শিক্ষামন্ত্রীকে সরাসরি প্রশ্ন করেছিলেন উচ্চ প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় পাশ করা প্রার্থীরা। এবার তাঁদের প্রশ্নের জবাব দিয়ে শিক্ষামন্ত্রী বললেন, এক সপ্তাহ তথা ৭ দিনের মধ্যে রাজ্যে শিক্ষক নিয়োগের (Primary Recruitment) ছাড়পত্র পাওয়া যাবে! সেই ছাড়পত্র পাওয়ার পরেই উত্তীর্ণ সকল প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। শিক্ষামন্ত্রী কী বলেছেন তা নিম্নে বিশদে তুলে ধরা হল।

Techer Eligibility Test

Update on Teacher Recruitment Process!

গত প্রায় এক দশক ধরে রাজ্যের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক- প্রায় সকল ক্ষেত্রেই এই দুর্নীতির সম্মুখীন হয়েছে অগুনতি পরীক্ষার্থী। এই নিয়ে এখনও বহু কেস আদালতে জমে আছে। সেই সকল মামলার নিষ্পত্তি যতদিন হচ্ছে না, ততদিন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত। যে কারণে হাজার হাজার পরীক্ষার্থীর নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। আর তা নিয়েই অসন্তোষ দেখা দিচ্ছে তাঁদের মনে।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! গ্রিড ইন্ডিয়ায় নিয়োগ শুরু, সুবর্ণ এই সুযোগ একদম হাতছাড়া করবেন না

শিক্ষামন্ত্রী কী বললেন? (Education Minister on TET Exam)

স্কুল সার্ভিস কমিশনের (WB SSC) দ্বারা ২০১৭ সালে রাজ্যে যে উচ্চ প্রাথমিক নিয়োগের (2017 Upper Primary Recruitment) পরীক্ষা হয়েছিল তা নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা চলছিল। দীর্ঘ সময় পর ২০২৩ সালের আগস্ট মাসে সংশ্লিষ্ট পরীক্ষার মেধা তালিকা প্রকাশিত হয়। এরপর নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়। প্রায় মাস খানেক আগে প্রথম দফার কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর আর কোনও কাউন্সেলিং হয়নি। এদিকে চাকরির অপেক্ষায় দিন গুনছেন হাজার হাজার পরীক্ষার্থী।

স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, প্রথম দফার কাউন্সেলিংয়ের পর খুব শীঘ্রই দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু হবে। তবে প্রায় এক মাস কেটে গেলেও তা এখনও হয়নি। কবে হবে দ্বিতীয় কাউন্সেলিং? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের মনে। এবার সেই প্রশ্নের জবাব দিয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এই নিয়ে কিছুই করার নেই।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরি, সাথে ৯২,৩০০ পর্যন্ত বেতন! সুযোগ হাতছাড়া না করে এখুনি করুন আবেদন

এরপর চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, সম্পূর্ণ বিষয়টি আদালতে আটকে আছে। আদালত না বললে নতুন নিয়োগ শুরু করা যাবে না। তবে আমাদের আইনজীবীরা বারংবার আদালতের কাছে আপিল করছে। এই মামলার জট যেদিন খুলবে সেদিন থেকে ৭ দিনের মধ্যে নিয়োগ করা হবে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের। শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় অনেক চাকরিপ্রার্থীই কিছুটা আশ্বস্ত হয়েছেন। এখন আপাতত আদালতের মামলা মেটার অপেক্ষায় রয়েছেন তাঁরা।

Leave a Comment