বাংলা বলতে পারলেই মিলবে সরকারি চাকরি! বেতন ৩০ হাজার টাকা, আজই করুন আবেদন

সরকারি চাকরির মূল্য যে কতখানি তা কমবেশি আমরা প্রত্যেকেই জানি। এমন অনেক মানুষ আছেন যারা বছরের পর বছর ধরে সরকারি চাকরির (Government Job) পরীক্ষা দিয়ে যাচ্ছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির (Government of West Bengal Health & Family Welfare Department) তরফ থেকে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য দফতরের একাধিক পদে নিয়োগ করা হবে। উচ্চমাধ্যমিক পাশ থেকে শুরু করে স্নাতক- ভিন্ন ভিন্ন যোগ্যতায় নানান পদে চাকরির জন্য নেওয়া হবে।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় সরকারি চাকরি

পশ্চিমবঙ্গ নিবাসী হলেই আবেদন করতে পারবেন ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা। সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে, বেশ অনেকগুলি শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে আছে, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, টেকনিক্যাল সুপারভাইজার সহ সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার পদ। বিশদে জানতে হলে আপনাকে পড়ে ফেলতে হবে এই প্রতিবেদনটি।

উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় সরকারি চাকরি : Government Job WB Health Recruitment

উচ্চমাধ্যমিক পাশে সরকারি চাকরির জন্য বয়সসীমা 

উপরে যে পদগুলির কথা উল্লেখ করা হয়েছে, সেখানে আবেদন করতে হলে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। কোনও কোনও পদে অবশ্য একটু আলাদা রয়েছে। বলে রাখি, এই পদগুলির জন্য আবেদন করতে হলে আপনাকে www.wbhealth.gov.in ওয়েবসাইটে যেতে হবে এবং আবেদন করতে হবে। এরপর ফর্মের রিসিভ কপি এবং পেমেন্ট স্লিপ নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

শূন্যপদের বিবরণ

পশ্চিমবঙ্গ সরকারের জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির যে শূন্যপদগুলিতে নিয়োগ চলছে, প্রত্যেকটির ভিন্ন ভিন্ন মাসিক বেতন আছে। কোনও পদের বেতন ১৩ হাজার টাকা, কোনও পদের ১৮ হাজার টাকা, কোনও পদের আবার ২২ কিংবা ২৫ হাজার টাকা। কিছু কিছু পদে মাসিক ৩০ হাজার টাকা বেতনও রয়েছে।

প্রত্যেকটি পদের বেতন যেমন ভিন্ন, তেমনই প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতাও চাওয়া হয়েছে। কিছু পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। কিছু কিছু ক্ষেত্রে আবার চাওয়া হয়েছে গ্যাজুয়েট। এছাড়া ANM অথবা GNM কোর্স করা প্রার্থীদের জন্যেও রয়েছে বেশ কিছু শূন্যপদ।

উচ্চমাধ্যমিক যোগ্যতাই সরকারি চাকরির জন্য আবেদন পদ্ধতিঃ 

অনলাইনে আবেদন করার পর প্রার্থীদের ফর্মের রিসিভ কপি, প্রয়োজনীয় নথি এবং পেমেন্ট স্লিপ পাঠাতে হবে Office of the CMOH & Secretary, Dist. Health & Family Welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road, Cooch Behar- এই ঠিকানায়। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হল ০৫-০১-২০২৪। তবে অনলাইন রেজিস্ট্রেশন ০৩-০১-২০২৪ এর মধ্যে করে ফেলতে হবে। আরও বিশদে জানতে বিজ্ঞপ্তিতে একবার চোখ বুলিয়ে নিন।

1 thought on “বাংলা বলতে পারলেই মিলবে সরকারি চাকরি! বেতন ৩০ হাজার টাকা, আজই করুন আবেদন”

Leave a Comment