চাকরি পাবে হাজার হাজার ছেলেমেয়ে! কবে পরীক্ষা, ভ্যাকেন্সি কত? জানিয়ে দিল ভারতীয় রেল

করোনার জেরে গোটা বিশ্বে বেকারত্ব হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে। লকডাউনের জেরে কাজ (Job) হারিয়েছিলেন বহু মানুষ। কেউ কেউ আবার কাজ পেয়েও হারিয়েছিলেন। যে কারণে আজও অনেকে শিক্ষিক তরুণ- তরুণী কর্মহীন হয়ে বাড়িতে বসে আছেন। কেউ কেউ আবার একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এসবের মাঝেই চাকরিপ্রার্থীদের জন্য এল একটি বিরাট সুখবর।

২০২৪ সালের শুরু থেকেই একাধিক সংস্থায় নিয়োগ করা হচ্ছে। এবার বিরাট ঘোষণা করলো ভারতীয় রেল (Indian Railway)। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (Railway Recruitment Board) তরফ থেকে জানানো হয়েছে, বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে। রেলওয়ে নিয়োগ ক্যালেন্ডার অনুসারে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি- গ্র্যাজুয়েট (লেভেল ৪, ৫, ৬), টেনকিশিয়ানস, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি- আন্ডার গ্র্যাজুয়েট (লেভেল ২, ৩), প্যারামেডিক্যাল ক্যাটাগরিস, লেভেল ১ ও মিনিস্ট্রেরিয়াল ও আইসোলেটেড, জুনিয়র ইঞ্জিনিয়ারস পদে নিয়োগ করা হবে। কোন মাসে কোন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে চলুন দেখে নেওয়া যাক।

Indian Railway Recruitment Exam Calender 2024

ভারতীয় রেলে বিপুল নিয়োগ! (Indian Railway Recruitment 2024)

চলতি বছর ভারতীয় রেলওয়েতে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। কোন মাসে কোন পদে নিয়োগ করা হবে তা নিম্নে বিশদে তুলে ধরা হল।

জানুয়ারি থেকে মার্চ মাসে রেলের পরীক্ষা

দিন কয়েক আগেই সহকারী লোকো পাইলট তথা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জুন-আগস্ট মাসের মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের প্রথম পর্যায়ের ‘কম্পিউটার বেসড টেস্ট’ নিয়ে নেওয়া হবে। আগামী সেপ্টেম্বর মাসে আয়োজিত হবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। এরপর নভেম্বর মাসে অ্যাপটিটিউড টেস্ট। সবশেষে নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ফাইনাল প্যানেল রিলিজ করা হবে।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে ১২,০০০ কনস্টেবল নিয়োগ! শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

এপ্রিল থেকে জুন মাসে রেলের নিয়োগ

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আগামী মাসে টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জানা যাচ্ছে, প্রায় ৯,০০০ শুন্যপদে নিয়োগ করা হবে। মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে টেকনিশিয়ান পদের জন্য আবেদন প্রক্রিয়া চলবে।

জুলাই থেকে সেপ্টেম্বর মাসে আসন্ন রেলের পরীক্ষা

২০২৪ সালের মাঝামাঝি নাগাদ বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন পদে নিয়োগ করা হবে। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি- আন্ডার গ্র্যাজুয়েট (লেভেল ২, ৩), নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি- গ্র্যাজুয়েট (লেভেল ৪, ৫, ৬), প্যারামেডিক্যাল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে আরআরবি।

আরও পড়ুনঃ বাংলা জানলেই ইনস্যুরেন্স কোম্পানিতে মোটা মাইনের চাকরি! বেকার হলে আজই করুন আবেদন

অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রেলের পরীক্ষা

বছরের শেষভাগেও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নিয়োগ  করা হবে। লেভেল-১ ও মিনিস্ট্রেরিয়াল ও আইসোলেটেড পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Leave a Comment