মেঘ না চাইতেই জল, DA বৃদ্ধির পর আবার লটারি লাগল সরকারি কর্মীদের! শীঘ্রই আসছে সুখবর

বিগত কয়েকমাস ধরে রাজ্য সরকারী (State Government) হোক বা কেন্দ্রীয় সরকারী (Central Government) কর্মী DA এর খবরে তোলপাড় সর্বত্র। সারাবছরই অধীর আগ্রহের সাথে মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) এর অপেক্ষায় থাকেন কর্মচারীরা। ২০২৩ সালে কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ DA বাড়িয়েছে সকলের।

কেন্দ্রের ঘোষণার পর বেশ কিছু রাজ্য সরকারও কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে। তবে DA বৃদ্ধির পরেই আরও একটা বড় আপডেট মিলেছে। মূলত কেন্দ্রীয় সরকারে চাকরিরত লোকেদের জন্যই এই খবর। খবর শুনে যেমন আনন্দ পাবেন, তেমনি মাসের শেষে পকেটেও আসবে আরও বেশি লক্ষী। কি সেই খবর? কবে আসবে অফিসিয়াল ঘোষণা?

Gov Employee DA hike News

যেমনটা জানা যাচ্ছে, ১২ দিন পরেই সেন্ট্রাল গভর্মেন্ট এমপ্লয়িদের জন্য বাম্পার খবর আসছে। আগামী ৩১শে জানুয়ারিতেই সুখবর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবার প্রশ্ন হল কি এমন হতে চলেছে এই দিনে? উত্তর হল মহার্ঘ ভাতার (DA) নতুন পরিসংখ্যান প্রকাশ করা হতে পারে ঐ দিনেই। যেটা প্রকাশ হওয়া মাত্রই মহার্ঘ্য ভাতা ৫০% হয়ে যাবে গ্যারেন্টি। কারণ আগেই মহার্ঘ্য ভাতার পরিমাণ ৫০ এর অনেকটা কাছে চলে গিয়েছে।

দেশের খুচরো ও পাইকারি মুদ্রাস্ফীতি হারের ইনডেক্স ইঙ্গিত দিচ্ছে মহার্ঘ্য ভাতাতে বড়সড় বৃদ্ধিও দেখা যেতে পারে। অর্থাৎ ৫০ এর বদলে ৫১ শতাংশও হয়ে যেতে পারে ডিএ। তবে ৫১% না হলেও ৫০ যে হচ্ছে তা একপ্রকার নিশ্চিত! তাই ৪ শতাংশ DA যে বাড়ছে সেই সুখবর ৩১শে জানুয়ারি হলেই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment