মাইনের পাশাপাশি ১৪% বাড়ল DA! কার ভাগ্যে কত? প্রকাশ্যে নবান্নের তালিকা

সামনেই লোকসভা নির্বাচন, তবে তার আগেই ২০২৪-২৫ বাজেটে বড় চমক দিল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) । এবছরে রাজ্যের বাজেটে মহিলা কর্মী, সরকারি কর্মী, চুক্তিভিত্তি কর্মী থেকে সমাজকল্যাণ মূলক কর্মীদের জন্য শুরু থেকেই কিছু না কিছু বরাদ্দ করা হয়েছে। একই সাথে বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের DA-ও।

গতকাল অর্থাৎ শুক্রবারেই ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নর তরফ থেকে। যেখানে মে মাস থেকেই ৪% অতিরিক্ত মহার্ঘ  মিলবে। যেমনটা গত জানুয়ারি মাসে ঘোষণা করা হয়েছিল। এরফলে আগামী মাস থেকেই ১৪% হারে DA বা মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারের কর্মীরা।

Indian Man Schoked Money

অবশ্য এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন অফিসে চুক্তিভিত্তিতে কর্মটির গ্রূপ ‘সি’ ও গ্রূপ ‘ডি’ কর্মীদের বেতনও বাড়িয়ে দেওয়া হয়েছে। কতটা বাড়ানো হয়েছে সেটাও সদ্য প্রকাশিত বিজ্ঞপ্ততে জানানো হয়েছে। ভোটের আগে এমন একটা সিদ্ধান্ত যে সকলের মুখে হাসি ফুটিয়েছে সেটা বোঝাই যাচ্ছে।

আরও পড়ুনঃ ১০০০ নতুন সরকারি চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর! জানুন কত মাইনে, কিভাবে করবেন আবেদন?

যেমনটা জানা যাচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের মোট ৫টি বিভাগে ভাগ করা হয়েছে। যেগুলি হল :

  1. প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মী
  2. প্রাথমিক চুক্তির পর আরও ৫ বছর পূর্ণ হওয়া কর্মী
  3. প্রাথমিক চুক্তির পর আরও ১০ বছর পূর্ণ হওয়া কর্মী
  4. প্রাথমিক চুক্তির পর আরও ১৫ বছর পূর্ণ হওয়া কর্মী
  5. প্রাথমিক চুক্তির পর আরও ২০ বছর পূর্ণ হওয়া কর্মী

এগুলি ছাড়াও গ্রূপ সি ও গ্রূপ ডি হিসাবে আলাদা করা হয়েছে। চুক্তির মেয়াদ অনুযায়ী এই কর্মীদের বেতন যথাক্রমে ১,২০০ টাকা (Group C) ও ১,১০০ টাকা (Group D) বেড়েছে।

আরও পড়ুনঃ সিভিক ভলেন্টিয়াদের জন্য খুশির খবর! ভোটের আবহে বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের

প্রসঙ্গত ডিএ বৃদ্ধি ঘোষণা হলেও তাতে খুব একটা খুশি নন সকলে। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সিমিতির নেতা স্বপন মন্ডল বলেন, ‘কেন্দ্র ৪% ডিএ ঘোষণা করেছে। যার ফলে রাজ্য ও কেন্দ্রের মধ্যে DA এর ফারাক ৩৬% থেকেই গেছে। তাই রাজ্য সরকারের উচিত লোকসভা ভোটার আগে সবটা না হলেও অন্তত ২০% DA পিটিয়ে দেওয়া উচিত’।

Leave a Comment