স্নাতক চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, রূপশ্রী প্রকল্পে সরকারি চাকরি পেতে আজই করুন আবেদন

নতুন বছর আসার আগেই চাকরিপ্রার্থীদের (Jobseeker) জন্য সুখবর। রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পে (Rupashree Prakalpa) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের একটি জেলা থেকে এই নোটিশ প্রকাশ করা হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অফলাইনের মাধ্যমে এই চাকরির (Job) জন্য আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কী? সকল তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

রূপশ্রী প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি জারি (Rupashree Prakalpa Recruitment Notice)

সম্প্রতি রূপশ্রী প্রকল্পের অ্যাকাউন্টেন্ট পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই সঙ্গেই উল্লেখ করা হয়েছে কটি শূন্যপদ রয়েছে সেকথাও। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, মাসিক বেতন সব তথ্য দেওয়া রয়েছে সেখানে। বলে রাখি, রূপশ্রী প্রকল্পের অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করার জন্য বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় সরকারি চাকরি : Government Job WB Health Recruitment

রূপশ্রী প্রকল্পে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা

উপরে উল্লিখিত পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিস্থান থেকে অনার্স নিয়ে নিজের স্নাতক সম্পূর্ণ করে থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহার করা নিয়ে দক্ষতা থাকতে হবে। এছাড়া যদি সরকারি কিংবা বেসরকারি নির্দিষ্ট বিষয় নিয়ে যদি তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন।

রূপশ্রী প্রকল্পের অ্যাকাউন্টেন্ট পদের বেতন : এই পদে চাকরি পেলে মাসিক ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুনঃ বাংলা বলতে পারলেই মিলবে সরকারি চাকরি! বেতন ৩০ হাজার টাকা, আজই করুন আবেদন

রূপশ্রী প্রকল্পে কাজের আবেদনের জন্য কী কী নথি লাগবে?

  1. বসবাসের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড লাগবে।
  2. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
  3. অভিজ্ঞতার শংসাপত্র।
  4. সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
  5. উল্লিখিত বাকি নথি।

কীভাবে রূপশ্রী প্রকল্পের অ্যাসিস্টেন্ট পদের জন্য আবেদন করবেন?

রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্টেট পদে আবেদনপত্র আপনাকে অফলাইনে জমা করতে হবে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। নিচে সমস্ত স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেওয়া রইল :

  1. প্রথমে www.paschimmedinipur.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথমে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
  2. এরপর সেটি প্রিন্ট আউট করে নিন আর সঠিক তথ্য দিয়ে ফিল আপ করে নিন।
  3. সম্পূর্ণ ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর DPMU, Rupashree Prakalpa Ceel under Social Welfare Section, Paschim Medinipur, এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আরও পড়ুনঃ বেকারত্বের জ্বালা ঘুচবে, চাকরি হবে ঘরে ঘরে! ভোটের আগেই মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের

রূপশ্রী প্রকল্পের অ্যাসিস্টেন্ট পদের জন্য আবেদনের শেষ তারিখঃ ১১.০১.২০২৪

অফিসিয়াল বিজ্ঞপ্তি : অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড

অফিসিয়াল ওয়েবসাইট : www.paschimmedinipur.gov.in

Leave a Comment