উচ্চ মাধ্যমিক পাশে এয়ার ফোর্স স্কুলে চাকরি, বেতন ১৮,০০০! সুবর্ণ এই সুযোগ হাতছাড়া করবেন না

এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুরের (Air Force School Barrackpore) তরফ থেকে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি (Job Recruitment) প্রকাশিত হয়েছে। স্থায়ী-অস্থায়ী একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। নূন্যতম শিক্ষাগত যোগ্যতায় এতদিন যারা একটি ভালো কাজের (Job) খোঁজে ছিলেন, তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে। বিশদে জানতে এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ (Air Force School Barrackpore Recruitment Notification 2024)

সম্প্রতি এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুরের (Air Force School Barrackpore) তরফ থেকে ২২টি ভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে কোনও পদে ৭টি ভ্যাকান্সি রয়েছে, কোনও পদে ৩টি। এই পদগুলিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত দরকার? মাসিক বেতন কত? কীভাবে আবেদন করতে হবে? এই বিষয়ে বিস্তারিত এই প্রতিবেদনে তুলে ধরা হল।

Air Force School Barrackpore recruitment notification

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুরের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আরও পড়ুনঃ পঞ্চম শ্রেণী পাশে রাজ্যের মন্টেসরি স্কুলে চাকরি, পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ! এখুনি করুন আবেদন

শিক্ষাগত যোগ্যতা (Air Force School Barrackpore Job Eligibility)

২২টি ভিন্ন পদে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনও পদের জন্য স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে, কোনও পদের জন্য আবার স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। কিছু পদের ক্ষেত্রে আবার উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। কোন পদের জন্য কত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তা জানার জন্য নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আবেদনের বয়সসীমা (Age Requirement)

শিক্ষাগত যোগ্যতার মতো ২২টি ভিন্ন পদের জন্য আবেদনের বয়সসীমাও ভিন্ন উল্লেখ করা হয়েছে। কোনও পদের জন্য আবেদনের নূন্যতম বয়স হল ২১, কোনও পদের আবার ২৫। তবে হেল্পার (MTS) বাদে প্রায় প্রত্যেকটি পদের ক্ষেত্রেই আবেদনের সর্বোচ্চ বয়সসীমা হল ৫০। এছাড়া কিছু বিশেষ ক্ষেত্রে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে।

মাসিক বেতন (Air Force School Barrackpore Salary)

এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুরে ২২টি ভিন্ন পদে ভিন্ন ভিন্ন মাসিক বেতন প্রদান করা হবে। কোন পদের জন্য কত টাকা মাসিক বেতন দেওয়া হবে তা জানার জন্য অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Air Force School Barrackpore Job Application)

উপরে উল্লিখিত পদে আবেদনের জন্য বেশ কিছু নথিপত্র লাগবে। তা নিম্নে তুলে ধরা হল।

  1. আবেদনকারীর বায়োডাটা।
  2. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  3. কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র।
  4. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) প্রভৃতি।

বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবর্ণ সুযোগ! আবেদন করতে চান? ঝটপট দেখুন পদ্ধতি

আবেদনের পদ্ধতি (How to Apply for Air Force School Barrackpore Job)

এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুরে উপরিউক্ত পদগুলির জন্য অফলাইনে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
  2. যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  3. প্রয়োজনীয় নথিপত্র সহযোগে মুখবন্ধ খামে The Executive Director, Air Force School Barrackpore, P.O. Bengal Enamel, North 24 Parganas, Pin- 743122 – এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। খামের ওপর ‘APPLICATION FOR THE POST OF……….’ যে পদে আবেদন করছেন সেই পদের নাম উল্লেখ করে দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ

উপরিউক্ত পদে আবেদন করার শেষ তারিখ  হল ১৭-০১-২০২৪।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ  অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

আবেদনপত্র ডাউনলোড করুনঃ ক্লিক করুন

Leave a Comment