স্নাতক পাশেই এয়ারপোর্টে চাকরি, জারি হল বিজ্ঞপ্তি, ঝটপট করুন আবেদন

নতুন বছর পড়তে না পড়তেই ভারতীয় বিমানবন্দরের (Airports Authority of India) তরফ থেকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি (Job Recruitment) প্রকাশ করা হল। পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চল নিবাসী যে কোনও ভার‍তীয় নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। কলকাতা, কোচবিহার, বাগডোগরা সহ রাজ্যের একাধিক জায়গায় নিয়োগ করা হবে। বিশদে জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

Airports Authority of India Recruitment Notification 2024

সম্প্রতি ভারতীয় বিমানবন্দরের তরফ থেকে অ্যাপ্রেন্টিসিস পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদের সংখ্যা হল ১৩০টি। কীভাবে আবেদন করতে হবে? শিক্ষাগত যোগ্যতা কত দরকার? মাসিক বেতন কত? এই বিষয়ে বিশদে জানতে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল। যারা বিমানবন্দরে কাজ (Airport Jobs) করতে চান তাদের জন্য এটাই হতে পারে সুবর্ণ সুযোগ।

Airports Authority of India Recruitment Notification 2024

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

ভারতীয় বিমানবন্দর তথা Airports Authority of India-এর তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Airports Authority of India Job Eligibility)

ভারতীয় বিমানবন্দরে অ্যাপ্রেন্টিসিস পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের স্নাতক/ ডিপ্লোমা কিংবা আইটিআই ট্রেড ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতক/ ডিপ্লোমা কিংবা আইটিআই ট্রেড ডিগ্রিধারীরাই উপরে উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন। বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ! উচ্চমাধ্যমিক পাশেই ২৩,০০০ মাইনের চাকরি, আজই করুন আবেদন

আবেদনের বয়সসীমা (Airport Job Age Requirement)

৩১-১২-২০২৩ তারিখের মধ্যে ১৮-২৬ বছর বয়সের ব্যক্তিরা উপরিউক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে।

মাসিক বেতন (Salary for Jobs in Airport)

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অ্যাপ্রেন্টিসিস পদে বেতন পাওয়া যাবে। স্নাতক পাশ প্রার্থীরা প্রত্যেক মাসে ১৫,০০০ টাকা বেতন পাবেন। ডিপ্লোমা পাশ প্রার্থীরা পাবে ১২,০০০ টাকা। অপরদিকে আইটিআই ট্রেড ডিগ্রিধারী প্রার্থীরা পাবেন মাসিক ৯,০০০ টাকা।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে মোটা মাইনের চাকরির সুযোগ! দেরি না করে ঝটপট করুন আবেদন

আবেদনের পদ্ধতি (How to Apply for Airports Authority of India Job)

উপরিউক্ত পদে আবেদন অনলাইনে করতে হবে। কীভাবে করবেন তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. ইচ্ছুক প্রার্থীদের BOAT/RDAT ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। স্নাতক এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসিসের জন্য www.nats.education.gov.in  এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসিসের জন্য www.apprenticeshipindia.org সাইটের মাধ্যমে করতে হবে।
  2. প্রথমে সাইটে গিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে।
  3. রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর ইমেল ও পাসওয়ার্ড ইদ্যে লগ ইন করতে হবে।
  4. এরপর Apply বাটনে ক্লিক করতে হবে।
  5. যথাযথভাবে আবেদনপত্র পূরণ করতে হবে।
  6. সবকিছু হয়ে যাওয়ার পর সাবমিট করে দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ

উপরে উল্লিখিত পদের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৩১-০১-২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক 

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড 

Leave a Comment