উচ্চমাধ্যমিক পাশে বন্ধন ব্যাঙ্কে চাকরি! বেতন চোখধাঁধানো, সুবর্ণ এই সুযোগ হাতছাড়া করবেন না

বছরের শুরুতেই বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank) তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি (Job Recruitment) প্রকাশিত হয়েছে। নূন্যতম শিক্ষাগত যোগ্যতায় ভালো বেতনের চাকরির (Job) সুযোগ দেওয়া হচ্ছে। সেই সঙ্গেই কোনও প্রকার লিখিত পরীক্ষা ছাড়া, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। কীভাবে আবেদন করতে হবে? বেতন কত? সেই সকল তথ্য জানতে হলে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Bandhan Bank Recruitment Notification 2024

বন্ধন ব্যাঙ্কে মোট ৪ ধরণের পদে নিয়োগ হবে। ওয়াক ইন কাস্টমার হ্যান্ডেলিং, KYC ভেরিফিকেশন এবং ব্রাঞ্চ ব্যাঙ্কিং পদে নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা হল ১৫৯। যে সকল প্রার্থীরা চাকরি পাবেন তাঁরা নিজেদের যোগ্যতার বিত্তিতে ৬-৯ মাসের মধ্যে প্রোমোশন পাবেন। এখানে স্বাস্থ্য বীমা, জীবন বীমা, বার্ষিক বোনাসের মতো সুবিধা প্রদান করা হয়।

ব্যাঙ্কের চাকরি : Indian Bank Job

শিক্ষাগত যোগ্যতা (Bandhan Bank Job Eligibility)

দেশের যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই বন্ধন ব্যাঙ্কে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার সন্মন্ধে বেসিক জ্ঞান থাকতে হবে। এর মধ্যে মাইক্রোসফট অফিস ও এক্সেল এর মত সফটওয়্যার চলতে জানতে হবে। সাথে টাইপিংয়ের দক্ষতারও প্রয়োজন হবে।

আরও পড়ুনঃ কলেজ পাশে ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ, বেতনও চোখধাঁধানো! দেরি না করে এখুনি করুন আবেদন

আবেদনের বেতন ও বয়সসীমা (Age Requirement)

  • বন্ধন ব্যাঙ্কে উপরে উল্লিখিত পদগুলিতে চাকরির আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
  • উপরে উল্লিখিত পদগুলিতে যে প্রার্থীরা চাকরি পাবেন তাঁরা ১৪,৫০০ টাকা থেকে ২২,৬০০ টাকার মধ্যে বেতন পাবেন।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Bandhan Bank Job)

বন্ধন ব্যাঙ্কের এই চাকরির বিজ্ঞপ্তি আমরা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চাকরির ওয়েবসাইট ncs.gov.in থেকে পেয়েছি। সেখান থেকে জানা গিয়েছে, এই চাকরির জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে না। বরং CV-এর মাধ্যমে চাকরির জন্য আবেদন করতে হবে। তাই আবেদনের সময় কোনও নথি লাগবে না বলেই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ৯০০০০ মাইনের চাকরি! দেরি করলে হাতছাড়া হয়ে যাবে এই সুযোগ

আবেদনের পদ্ধতি (How to Apply for Bandhan Bank Job)

  • বন্ধন ব্যাঙ্কে চাকরির জন্য CV-এর মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।
  • অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক প্রার্থীকে প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে A4 সাইজের পেপারে একটি CV বা বায়োডাটা তৈরি করতে হবে।
  • এরপর সেই বায়োডাটা PDF ফরম্যাটে corporate.hr011@gmail.com – এই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।

এছাড়া চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনি নিজের বায়োডাটা পাঠাতে পারেন। সেই নম্বর নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে।

আবেদন করার শেষ তারিখ

আপনি যদি বন্ধন ব্যাঙ্কে চাকরি করতে চান তাহলে আপনার কাছে আগামী ৩১-২১-২০২৪ পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ  Official Website Link

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন

Leave a Comment