কলেজ পাশে ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ, বেতনও চোখধাঁধানো! দেরি না করে এখুনি করুন আবেদন

এখনকার এই প্রতিযোগিতামূলক বাজারে যে কোনও চাকরি (Job) জোগাড় করা ভীষণ কঠিন। ব্যাঙ্ক, পোস্ট অফিসের মতো জায়গায় চাকরি পাওয়া এখন ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে আপনি যদি ব্যাঙ্কে চাকরি (Bank Job) করতে ইচ্ছুক হন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি (Job Recruitment) প্রকাশিত হয়েছে।

Bank of Baroda Recruitment Notification 2024

সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে ফিনান্সিয়াল লিটারেসি কাউন্সেলর (Financial Literacy Counsellors) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। সেই সঙ্গেই শিক্ষাগত যোগ্যতা এবং মাসিক বেতন কত হবে সেটাও জানানো হয়েছে।

Bank Of Baroda Recruitment 2024

BOB-তে ফিনান্সিয়াল লিটারেসি কাউন্সেলর চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা (Bank of Baroda Job Requirement)

ব্যাঙ্ক অফ বরোদায় ফিনান্সিয়াল লিটারেসি কাউন্সেলর পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্নাতক হতে হবে। সেই সঙ্গেই কম্পিউটারের বিষয়েও জ্ঞান থাকতে হবে। এছাড়া আরও বেশ কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। যা বিশদে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিশনে উল্লিখিত আছে।

আরও পড়ুনঃ স্নাতক চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! CSIR-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, দেরি না করে এখুনি করুন আবেদন

BOB-তে ফিনান্সিয়াল লিটারেসি কাউন্সেলর পদের মাসিক বেতনঃ এই পদে চাকরি পেলে মাসে ২৩,০০০ টাকা বেতন দেওয়া হবে। যার মধ্যে প্রতিমাসে পারিশ্রমিক হিসাবে ১৮০০০ টাকা দেওয়া হবে। এছাড়া অতিরিক্ত ৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে, সর্বমোট ২৩০০০ টাকা দেওয়া হবে। এই বিষয়ে আরও বিশদে অফিশিয়াল নোটিফিকশনে দেওয়া আছে। আবেদন করার পূর্বে একবার সেই বিজ্ঞপ্তি ভালো করে দেখে নেবেন।

BOB-তে ফিনান্সিয়াল লিটারেসি কাউন্সেলর পদে কীভাবে আবেদন করবেন?

উপরে উল্লিখিত পদে চাকরির জন্য অফলাইনে আবেদন করতে হবে। কীভাবে করবেন সেই পদ্ধতি নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  • প্রথমে ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • আবেদনপত্র ডাউনলোড করে তা প্রিন্ট করে নিতে হবে।
  • যথাযথভাবে সকল তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় নথি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে শিক্ষা দপ্তরের চাকরি! সুবর্ণ এই সুযোগ হাতছাড়া করবেন না

সবকিছু হয়ে যাওয়ার পর আবেদনপত্রটি The Regional Manager Bank of Baroda, SCO 36-37, Sector 13, Hissar (125001)- এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

BOB-তে ফিনান্সিয়াল লিটারেসি কাউন্সেলর পদে আবেদন জমা দেওয়ার শেষ তারিখঃ ১৪-০১-২০২৪।

অফিশিয়াল ওয়েবসাইটঃ Official Website Link

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment