রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি! হবে না পরীক্ষাও, দেরি না করে এখুনি করুন আবেদন

নতুন বছরের শুরুতেই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (Bidhan Chandra Krishi Viswavidyalaya) থেকে নিয়োগ বিজ্ঞপ্তি (Job Recruitment) প্রকাশিত হয়েছে। এতদিন ধরে যারা একটি চাকরির (Job) চেষ্টা করছিলেন তাঁদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হতে পারে। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Bidhan Chandra Krishi Viswavidyalaya Recruitment Notification 2024

সম্প্রতি বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের (Bidhan Chandra Krishi Viswavidyalaya) তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোর্স ফেসিলিটেটর (Course Facilitator) পদে নিয়োগ করা হবে। পরীক্ষা ছাড়া শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদের জন্য নিয়োগ করা হবে বলা জানানো হয়েছে। এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত দরকার? মাসিক বেতন কত? এই বিষয়ে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Krishi Viswavidyalaya Recruitment

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের (Bidhan Chandra Krishi Viswavidyalaya) তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Bidhan Chandra Krishi Viswavidyalaya Job Eligibility)

বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে উপরিউক্ত পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের Agriculture/Horticulture-এ স্নাতক/স্নাতকোত্তর পাশ হতে হবে। সেই সঙ্গেই ৫ বছরের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। এছাড়াও প্রার্থীদের মধ্যে আরও বেশ কিছু যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে বলে জানানো হয়েছে। বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে RPF-এ চাকরি! সুবর্ণ এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে এখুনি করুন আবেদন

মাসিক বেতন (Bidhan Chandra Krishi Viswavidyalaya Salary)

উপরে উল্লিখিত পদে নিযুক্ত হলে প্রত্যেক মাসে ১৭,০০০ টাকা বেতন দেওয়া হবে।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Bidhan Chandra Krishi Viswavidyalaya)

বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কোর্স ফেসিলিটেটর পদে আবেদনের জন্য বেশ কিছু নথিপত্র লাগবে। তা নিম্নে তুলে ধরা হল।

  1. বয়সের প্রমাণপত্র।
  2. বাসস্থানের প্রমাণপত্র।
  3. সেলফ অ্যাটেস্টেড মার্কশিটের কপি।
  4. অভিজ্ঞতার শংসাপত্র (যদি থাকে)।
  5. আবেদনকারী প্রার্থীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

আর কী কী নথিপত্র লাগবে এই বিষয়ে বিশদে জানতে একবার অফিশিয়াল নোটিফিকেশন দেখে নিন।

আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়াই কল্যাণী AIIMS-এ নিয়োগ! বেতন চোখধাঁধানো, সময় নষ্ট না করে এখুনি করুন আবেদন

আবেদনের পদ্ধতি (How to Apply for Bidhan Chandra Krishi Viswavidyalaya Job)

উপরিউক্ত পদের জন্য আগে থেকে আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র সহযোগে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। ইন্টারভিউয়ের ঠিকানা হল Office of the Directorate of Extension Education, Bidhan Chandra Krishi Viswavidyalaya, Mohanpur, Nadia, West Bengal, Pin- 741252.

ইন্টারভিউয়ের তারিখ (Date of Interview)

আগামী ১৬-০১-২০২৪ তারিখে উপরে উল্লিখিত পদে চাকরির জন্য ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ইন্টারভিউয়ের সময় হল ১২:৩০PM।

অফিশিয়াল ওয়েবসাইটঃ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment