কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি, বেতন চোখধাঁধানো! দেরি না করে এখুনি করুন আবেদন

বছরের শুরুতেই রাজ্যের নামী বিশ্ববিদ্যালয়ে চাকরির দুর্দান্ত সুযোগ। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি (Calcutta University Recruitment) প্রকাশিত হয়েছে। একাধিক শূন্যপদে নিয়োগ (Job Recruitment) করা হবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Calcutta University Recruitment 2024

সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান (Senior Network Technician) এবং জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান (Junior Network Technician) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে শূন্যপদের সংখ্যা হল ৬টি এবং জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে শূন্যপদের সংখ্যা হল হল ৮টি। কোন পদে আবেদনের জন্য কত শিক্ষাগত যোগ্যতা দরকার? মাসিক বেতন কত? কীভাবে আবেদন করতে হবে? এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Calcutta University Recruitment 2024

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়েই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Calcutta University Job Eligibility)

সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীর B.A/B.COM/B.SC./BCA ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গেই কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে থাকতে হবে। এছাড়াও একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিংয়ে কোর্স করে থাকতে হবে।

এগুলির সঙ্গেই আবেদনকারীকে বাংলা এবং ইংরেজিতে দক্ষ হতে হবে। অপরদিকে জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে আবেদনের জন্যেও একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। পাশাপাশি দু’টি পদের জন্য প্রার্থীদের কর্মক্ষেত্রে বেশ কিছু নির্দিষ্ট অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। সেই বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ! উচ্চমাধ্যমিক পাশেই ২৩,০০০ মাইনের চাকরি, আজই করুন আবেদন

মাসিক বেতন (Calcutta University Salary)

সিনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ২৫,০০০ টাকা। অপরদিকে জুনিয়র নেটওয়ার্ক টেকনিশিয়ানদের মাসিক বেতন হবে ২০,০০০ টাকা।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Calcutta University Job)

উপরে উল্লিখিত দুই পদের জন্য পরীক্ষা দিয়ে যে প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্ট হবেন তাঁদের বেশ কিছু সেলফ অ্যাটেস্টেড নথিপত্র নিয়ে যেতে হবে। সেগুলি হল-

  1. বার্থ সার্টিফিকেট।
  2. আধার কার্ড।
  3. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  4. টেকনিক্যাল যোগ্যতার প্রমাণপত্র।
  5. দশম শ্রেণী থেকে প্রত্যেক পরীক্ষার মার্কশিট।
  6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
  7. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  8. পাসপোর্ট সাইজ ছবি।

প্রত্যেকটি নথির সেলফ অ্যাটেস্টেড ফটোকপির পাশাপাশি আসলগুলিও নিয়ে যেতে হবে প্রার্থীদের।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে মোটা মাইনের চাকরির সুযোগ! দেরি না করে ঝটপট করুন আবেদন

আবেদনের পদ্ধতি (How to Apply for Calcutta University Job)

কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপরিউক্ত দুই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন তা নিম্নে তুলে ধরা হল।

  1. প্রথমে অফিসিয়াল ফর্মের লিঙ্ক ” https://forms.gle/p4PWGQAkoAd4NkNx7 ” এ যেতে হবে
  2. এরপর সেখানে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে করে জমা দিয়ে দিতে হবে।
  3. তারপর ফিল আপ হওয়া ফর্ম সই করে পত্র স্ক্যান করে PDF আকারে cu_recruitment@caluniv.ac.in  এই ইমেল আইডিতে মেল করে দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ

উপরিউক্ত পদের জন্য আবেদন করতে চাইলে আগামী ২০-০১-২০২৪ তারিখ বিকেল ৫টার মধ্যে করতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক 

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment