পঞ্চম শ্রেণী পাশে স্কুলের চাকরি, পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ! এখুনি করুন আবেদন

আপনু কি স্কুলে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। কারণ সম্প্রতি রাজ্যের একটি মন্টেসরি স্কুলে নিয়োগের (Montessori School Recruitment 2024) বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক নয়, পঞ্চম শ্রেণী পাশ হলেও আবেদন করতে পারবেন প্রার্থীরা। বিশদে এই প্রতিবেদনে তুলে ধরা হল।

রাজ্যের মন্টেসরি স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ (Montessori School Recruitment Notification 2024)

Group Centre CRPF, শিলিগুড়ি, মন্টেসরি স্কুলের জন্য সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রধান শিক্ষিকা, শিক্ষিকা এবং আয়া পদে নিয়োগ করা হবে। এই তিন পদে শূন্যপদের সংখ্যা যথাক্রমে ১, ৮ এবং ৭টি। কোন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত দরকার? মাসিক বেতন কত? এই বিষয়ে বিশদে জানতে এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Indian School Teacher Recruitment

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

Group Centre CRPF, শিলিগুড়ির তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে পৌরসভায় নিয়োগ! সুবর্ণ এই সুযোগ হাতছাড়া না করে এখুনি করুন আবেদন

শিক্ষাগত যোগ্যতা (Montessori School Job Eligibility)

প্রধান শিক্ষিকা এবং শিক্ষিকা পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের স্নাতক পাশ হতে হবে। অপরদিকে আয়া পদের জন্য পঞ্চম শ্রেণী পাশ হলেই হবে। এই বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আবেদনের বয়সসীমা (Age Requirement)

প্রধান শিক্ষিকা পদে আবেদনের বয়সসীমা ২৫-৪৫ বছর, শিক্ষিকা পদে ২১-৪০ বছর এবং আয়া পদে আবেদনের বয়সসীমা হল ১৮-৪৫ বছর।

মাসিক বেতন (Montessori School Salary)

প্রধান শিক্ষিকা, শিক্ষিকা এবং আয়া পদে নিযুক্ত কর্মীরা যথাক্রমে প্রত্যেক মাসে ১২,০০০, ১০,০০০ এবং ৮,০০০ টাকা বেতন পাবেন।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Montessori School Job Interview)

উপরিউক্ত পদগুলির ইন্টারভিউয়ের জন্য আবেদনকারী প্রার্থীদের নিজের সকল নথির অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, ৩টি পাসপোর্ট সাইজ ছবি প্রার্থীদের সঙ্গে রাখতে হবে।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশে পরীক্ষা ছাড়াই Axis ব্যাঙ্কে চাকরি! চাকরিপ্রার্থীরা আজই করুন আবেদন

আবেদনের পদ্ধতি (How to Apply for Montessori School Job)

উপরে উল্লিখিত পদগুলিতে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আগামী ২০-০২-২০২৪ তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। সেদিন প্রয়োজনীয় নথিপত্র সহযোগে আবেদনকারী প্রার্থীকে সকাল ৯টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। ইন্টারভিউয়ের স্থান নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা আছে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment