স্নাতক চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! CSIR-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, দেরি না করে এখুনি করুন আবেদন

নতুন বছর পড়তে না পড়তেই একাধিক সংস্থায় কর্মী নিয়োগ (Job) শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি যেমন CSIR তথা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি (Job Recruitment) প্রকাশিত হয়েছে। মোটা টাকা বেতনের এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, আবেদন কীভাবে করতে হবে সেই সময় তথ্য বিশদে এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

CSIR Recruitment Notification 2024

সম্প্রতি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের তরফ থেকে সেকশন অফিসার (Section Officer) এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (Assistant Section Officer) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথম পদে শূন্যপদের সংখ্যা ৭৬টি এবং দ্বিতীয় পদটিতে শূন্যপদের সংখ্যা ৩৬৮টি। দু’টির পদে আবেদনের জন্যই ইচ্ছুক প্রার্থীর বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে।

WB Govt New Scheme Utkarsh Bangla

শিক্ষাগত যোগ্যতা (CISR Recruitment 2024 Eligibility Criteria)

  • সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার দু’টি পদের জন্যই ইচ্ছুক প্রার্থীকে স্নাতক হতে হবে।
  • প্রাইভেট সেক্রেটারি পদের জন্য স্টেনোগ্রাফারদের ৩ বছরের স্নাতক কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে রেলে চাকরি! সুযোগ হাতছাড়া না করতে চাইলে এখুনি করুন আবেদন

মাসিক বেতন (CISR Recruitment Salary)

এই পদে চাকরি পেলে প্রত্যেক মাসে ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা বেতন পাওয়া যাবে। কোন পদের জন্য কত টাকা পর্যন্ত বেতন পাওয়া যেতে তা নিচে দেওয়া হল।

  • সিনিয়ার অফিসারদেরক্ষেত্রে ৪৭৬০০-১৫১১০০ টাকা
  • প্রাইভেট সেক্রেটারি পদের জন্য ৪৭৬০০-১৫১১০০ টাকা
  • অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের জন্য  ৪৪৯০০ থেকে ১৪২৪০০ টাকা

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ৯০০০০ মাইনের চাকরি! দেরি করলে হাতছাড়া হয়ে যাবে এই সুযোগ

কীভাবে আবেদন করবেন? (How to Apply in CISR Recruitment 2024)

CSIR-এ সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার দু’টি পদের আবেদনই অনলাইনে করতে হবে। নিম্নে সেই পদ্ধতি তুলে ধরা হল।

  1. প্রথমে https://www.csir.res.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. আবেদনকারীকে রেজিস্টার করতে হবে।
  3. প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  4. সবকিছু হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে আবেদনপত্র সাবমিট করে দিতে হবে।

বলে রাখি, এই চাকরির জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিশে পরীক্ষার সিলেবাস বিশদে দেওয়া আছে। এছাড়া এই পদে আবেদন করতে শুধুমাত্র পুরুষ জেনারেল, OBC, EWS আবেদনকারীদের ৫০০ টাকা করে আবেদনমূল্য দিতে হবে।

CSIR-এ চাকরির জন্য আবেদনের শেষ তারিখঃ ১২-০১-২০২৪।

অফিশিয়াল ওয়েবসাইটঃ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment