বাঙালিদের জন্য সুবর্ণ সুযোগ উচ্চ মাধ্যমিক পাশেই সরকারি চাকরি! এখুনি করুন আবেদন

সম্প্রতি রাজ্যের জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির (District Health & Family Welfare Samiti) তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি (Job Recruitment) প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ সহ একাধিক শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই আবেদন করা যাবে এই চাকরির (Job) জন্য। সেই সঙ্গেই বাংলায় লেখা, পড়া এবং কথা বলার দক্ষতা চাওয়া হয়েছে।

District Health & Family Welfare Samiti Recruitment 2024

সম্পতি জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি, জলপাইগুড়ির (District Health & Family Welfare Samiti, Jalpaiguri) তরফ থেকে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, কাউন্সেলর, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ডেন্টাল টেকনিশিয়ান সহ মোট ১০টি ভিন্ন পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা হল ১৩টি। কোন পদে আবেদনের জন্য কত শিক্ষাগত যোগ্যতা দরকার? কীভাবে আবেদন করতে হবে? মাসিক বেতন কত? এই বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Govt Job Aspirants

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি, জলপাইগুড়ির তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Job Eligibility)

১০টি ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদের জন্য যেমন লাইফ সায়েন্সে B. SC এবং ম্যানেজমেন্টে ডিগ্রি/ ডিপ্লোমা ডিগ্রি চাওয়া হয়েছে। অন্যদিকে আবার কাউন্সেলর পদের জন্য স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্সের স্নাতক প্রার্থী চাওয়া হয়েছে। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদের ক্ষেত্রে ফিজিওথেরাপিতে স্নাতক ও হাসপাতালে দু’বছরের কাজের অভিজ্ঞতা এবং এবং ডেন্টাল টেকনিশিয়ান পদের জন্য Physics, Chemistry, Biology নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। বাকি পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার তা জানার জন্য নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে প্রচুর মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, সময় নষ্ট না করে এখুনি করুন আবেদন

আবেদনের বয়সসীমা (Age Requirement)

শিক্ষাগত যোগ্যতার মতো ১০টি ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন বয়সসীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এবং কাউন্সেলর পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে। ডেন্টাল টেকনিশিয়ান পদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি কোন পদের জন্য বয়সসীমা কত তা জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে নিন।

মাসিক বেতন (Monthly Salary)

প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন মাসিক বেতন দেওয়া হবে। কোনও পদের ক্ষেত্রে মাসিক ৩৫,০০০ টাকা বেতন পাওয়া যাবে, কোনও পদের ক্ষেত্রে আবার মিলবে ২২,০০০ টাকা। নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনে বিশদে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়াই রাজ্যে শিক্ষক নিয়োগ! সুবর্ণ এই সুযোগ হাতছাড়া না করে এখুনি করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

উপরিউক্ত পদগুলিতে আবেদনের পর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় বেশ কিছু নথিপত্র লাগবে। সেগুলি নিম্নে তুলে ধরা হল।

  1. ফিল আপ করা অনলাইন আবেদনপত্রের প্রিন্ট আউট।
  2. অনলাইন মানি রিসিটের প্রিন্ট আউট।
  3. মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি।
  4. মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ শিক্ষাগত যোগ্যতার সকল মার্কশিটের আসল এবং সেলফ অ্যাটেস্টেড কপি।
  5. ভোটার কার্ড/আধার কার্ড/অন্যান্য বাসস্থানের প্রমাণপত্রের আসল এবং সেলফ অ্যাটেস্টেড কপি।
  6. কাস্ট সার্টিফিকেট অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি (যদি থাকে)।
  7. কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সের নথি আসল এবং সেলফ অ্যাটেস্টেড কপি (যদি প্রয়োজন হয়)।
  8. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি।
  9. সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে এনওসি লাগতে পারে।

আবেদন পদ্ধতি (How to Apply for The Job)

উপরিউক্ত পদে আবেদন করতে হবে অনলাইনে। কীভাবে আবেদন করতে হবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. প্রথমে www.jalpaigurihealth.com ওয়েবসাইটে যেতে হবে।
  2. যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  3. আবেদন ফি জমা দিতে হবে।
  4. সবকিছু হয়ে যাওয়ার পর সাবমিট করে দিতে হবে।
  5. আবেদনপত্র এবং আবেদন ফি জমা দেওয়ার রিসিটের প্রিন্ট আউট বের করে নিতে হবে।

আবেদন করার শেষ তারিখ

উপরিউক্ত পদে আবেদন করতে চাইলে আপনাকে ৩১-০১-২০২৪ তারিখের মধ্যে করতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment