মাধ্যমিক পাশে প্রচুর মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, সময় নষ্ট না করে এখুনি করুন আবেদন

নতুন বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! মাধ্যমিক পাশ যোগ্যতায় MTS তথা মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ বিজ্ঞপ্তি (MTS Recruitment 2024) প্রকাশিত হয়েছে। নূন্যতম শিক্ষাগত যোগ্যতায় এতদিন যারা একটি ভালো চাকরির (Job Recruitment) খোঁজে ছিলেন তাঁদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

DSSSB Job Recruitment Notification 2024

সম্প্রতি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। MTS তথা মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff) পদে নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা হল ৫৬৭টি। কীভাবে আবেদন করতে হবে? শিক্ষাগত যোগ্যতা কত দরকার? মাসিক বেতন কত? এই বিষয়ে বিশদে এই প্রতিবেদনে তুলে ধরা হল।

Job Vaccancy

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (DSSSB Job Eligibility)

উপরিউপক্ত পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই হবে। তবে উচ্চ শিক্ষিত হলেও আবেদন করা যাবে।

আবেদনের বয়সসীমা (Age Requirement)

যে সকল চাকরিপ্রার্থী উপরে উল্লিখিত পদে আবেদন করতে চান তাহলে বয়স হতে হবে ১৮-২৭ বছরেরমধ্যে। তবে সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়াই রাজ্যে শিক্ষক নিয়োগ! সুবর্ণ এই সুযোগ হাতছাড়া না করে এখুনি করুন আবেদন

মাসিক বেতন (DSSSB Salary)

MTS পদে নিযুক্ত প্রার্থীরা পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন পাবেন।

আবেদনের পদ্ধতি (How to Apply for DSSSB Job)

উপরে উল্লিখিত পদে অনলাইনে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন তা নিম্নে তুলে ধরা হল।

  1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  2. এরপর লগ ইন করে সঠিক তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে।
  3. ফর্ম ফিলাপ হয়ে গেলে পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে।
  4. সবকিছু হয়ে যাওয়ার পর আবেদনপত্র সাবমিট করে দিতে হবে
  5. সাবমিট করার পর ফর্মের প্রিন্ট আউট বের করে নিতে হবে।

আরও পড়ুনঃ স্নাতক পাশেই এয়ারপোর্টে চাকরি, জারি হল বিজ্ঞপ্তি, ঝটপট করুন আবেদন

আবেদন করার শেষ তারিখ

উপরিউক্ত পদে আবেদন শুরু হবে আগামী ০৮-০২-২০২৪ তারিখ থেকে এবং চলবে আগামী ০৮-০৩-২০২৪।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment