মাধ্যমিক পাশে রেলে টিকিট বিক্রি করার জন্য কর্মী নিয়োগ! দেরি না করে এখুনি করুন আবেদন

সম্প্রতি পূর্ব রেলওয়ের তরফ থেকে নিয়োগ (Eastern Railway Recruitment 2024) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় শিয়ালদহ ডিভিশনে নিয়োগ (Job Recruitment) করা হচ্ছে। নূন্যতম শিক্ষাগত যোগ্যতায় চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য যে এটি একটি দারুণ সুযোগ তা আর আলাদা করে বলে দিতে হয় না। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

পূর্ব রেলওয়ের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ (Eastern Railway Recruitment Notification 2024)

সম্প্রতি পূর্ব রেলওয়ের তরফ থেকে হল্ট কন্ট্রাক্টর (Halt Contractor) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। কীভাবে আবেদন করতে হবে? মাসিক বেতন কত পাওয়া যাবে? এই বিষয়ে বিশদে এই প্রতিবেদনে আলোচনা করা হল।

রেলে চাকরির বিজ্ঞপ্তি জারি : Howrah Division Railway Recruitment Notice

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

পূর্ব রেলওয়ের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Eastern Railway Job Eligibility)

উপরে উল্লিখিত পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। সেই সঙ্গে সাধারণ ইংরেজিতে কাজ করার দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে পরীক্ষা ছাড়াই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি! সময় নষ্ট না করে এখুনি করুন আবেদন

আবেদনের বয়সসীমা (Age Requirement)

১৮ বছরের ঊর্ধ্বে হলেই উপরিউক্ত পদের জন্য আবেদন করা যাবে। তবে আবেদনকারী প্রার্থীকে হাওড়া জেলার বাসিন্দা হতে হবে।

মাসিক বেতন (Eastern Railway Salary)

এই পদে নিযুক্ত প্রার্থীদের টিকিট বিক্রি অনুযায়ী বেতন দেওয়া হবে। যেমন টিকিট বিক্রি করবেন দৈনিক সেই হিসেবে বেতন পাবেন। এই বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ বাঙালিদের জন্য সুবর্ণ সুযোগ উচ্চ মাধ্যমিক পাশেই সরকারি চাকরি! এখুনি করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Eastern Railway Job Application)

উপরিউক্ত পদে আবেদনের জন্য বেশ কিছু নথিপত্র জমা দিতে হবে, তা নিম্নে তুলে ধরা হল।

  1. আধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্টের জেরক্স।
  2. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  3. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  4. মেডিক্যাল সার্টিফিকেট।

আবেদনের পদ্ধতি (How to Apply for Eastern Railway Job)

উপরে উল্লিখিত পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
  2. যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  3. প্রয়োজনীয় নথি যুক্ত করতে হবে।
  4. সবকিছু হয়ে যাওয়ার পর The Divisional Railway Manager (Commercial), Room No. 44, Eastern Railway, Sealdah, Pin- 700014- এই ঠিকানায় জমা দিতে হবে কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ

উপরিউক্ত পদে আবেদন করার শেষ তারিখ হল ১৩-০২-২০২৪ (দুপুর ২টোর মধ্যে)।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ  অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment