চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! গ্রিড ইন্ডিয়ায় নিয়োগ শুরু, সুবর্ণ এই সুযোগ একদম হাতছাড়া করবেন না

নতুন বছরের শুরুতেই রাজ্যে গ্রিড ইন্ডিয়ার (Grid India Recruitment) তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি (Job Recruitment) প্রকাশিত হয়েছে। এতদিন ধরে যে সকল চাকরিপ্রার্থীরা বেকারত্বের সমস্যায় জর্জরিত ছিলেন এবং একটি ভালো চাকরির (Job) খোঁজে করছিলেন তাঁদের জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো সুযোগ। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Grid India Recruitment 2024

সম্প্রতি গ্রিড ইন্ডিয়ার তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্র্যাজুয়েট ট্রেড অ্যাপ্রেন্টিসিস পদে (Graduate Trade Apprentices) মোট ৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের ইলেকট্রিক্যাল শাখায় নিয়োগ করা হবে। কীভাবে আবেদন করতে হবে? শিক্ষাগত যোগ্যতা দরকার? বেতন কত দেওয়া হবে? এই বিষয়ে বিশদে জানতে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ুন।

Karma Disha Scheme by West Bengal Government

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড (Grid Controller of India Limited) তথা গ্রিড ইন্ডিয়ার তরফ থেকে রাজ্যে এই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Grid India Job Eligibility)

AICTE, Govt. of India স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ যে কোনও প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের বয়সসীমা (Age Requirement for Engineer in Grid India)

উপরিউক্ত পদে আবেদনের জন্য ইচ্ছুকপ্রার্থীর নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা হল ২৮। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরি, সাথে ৯২,৩০০ পর্যন্ত বেতন! সুযোগ হাতছাড়া না করে এখুনি করুন আবেদন

মাসিক বেতন (Grid India Salary)

উপরে উল্লিখিত পদে নিযুক্ত প্রার্থীদের প্রত্যেক মাসে স্টাইপেন্ড হিসেবে ১৫,০০০ টাকা দেওয়া হবে।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Grid India Job Application)

গ্রিড ইন্ডিয়ায় গ্যাজুয়েট ট্রেড অ্যাপ্রেন্টিসিস পদে আবেদন করতে গেলে বেশ কিছু নথিপত্র লাগবে। কী কী লাগবে তা নিম্নে বিশদে তুলে ধরা হল।

  1. দশম শ্রেণির মার্কশিট এবং সার্টিফিকেট।
  2. দ্বাদশ শ্রেণির মার্কশিট এবং সার্টিফিকেট।
  3. (ইলেকট্রিক্যাল) ইঞ্জিনিয়ারিংয়ে B.E./B.Tech/B.sc. পাশের মার্কশিট এবং সার্টিফিকেট।
  4. আধার কার্ড।
  5. প্যান কার্ড।

আরও পড়ুনঃ কলেজ পাশে ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ, বেতনও চোখধাঁধানো! দেরি না করে এখুনি করুন আবেদন

আবেদনের পদ্ধতি (How to Apply for Grid India Job)

উপরিউক্ত পদের জন্য কীভাবে আবেদন করতে হবে তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে।
  2. নিজের নাম, মোবাইল ফোন নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  3. প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
  4. সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর ইত্যাদি এক এক করে আপলোড করতে হবে।
  5. সব কিছু হয়ে যাওয়ার পর আবেদনপত্র সাবমিট করে দিতে হবে।
  6. এরপর প্রিন্ট বের করতে হবে।
  7. সংশ্লিষ্ট প্রিন্ট আউটের সঙ্গে প্রয়োজনীয় নথি যুক্ত করতে হবে।
  8. এরপর সংশ্লিষ্ট নথি erldchr@grid-india.in ইমেল আইডি-তে পাঠিয়ে দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ

আপনি যদি গ্রিড ইন্ডিয়ায় উপরে উল্লিখিত পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনার কাছে ২৫-০১-২০২৪ পর্যন্ত সময় আছে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ অফিসিয়াল ওয়েবসাইট 

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

অনলাইন আবেদনের লিঙ্কঃ Application Link

Leave a Comment