হিন্দুস্তান পেট্রোলিয়ামে নিয়োগ চলছে, বেতন চোখধাঁধানো! দেরি না করে এখুনি করুন আবেদন

HPCL তথা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে (Hindustan Petroleum Corporation Limited) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি (HPCL Job Recruitment) প্রকাশিত হয়েছে। বহুদিন ধরে যারা চাকরির (Job) খোঁজ করছেন, বছরের শুরুতেই তাঁদের জন্য চলে এল দারুণ সুখবর। পশ্চিমবঙ্গ সহ সম্পূর্ণ ভারত থেকে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Hindusthan Petrolium Recruitment Notification 2024

হিন্দুস্তান পেট্রোলিয়ামের তরফ থেকে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিদ (Graduate Apprentices Engineering) পদে নিয়োগ করা হচ্ছে। সিভিল, মেকানিক্যাল, কেমিক্যাল সহ ইঞ্জিনিয়ারিংয়ের নানান ক্ষেত্রে থেকে নিয়োগ করা হবে। কীভাবে আবেদন করতে হবে? মাসিক বেতন কত? এই বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

HPCL Recruitment 2024

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তথা হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থার তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাতেই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (HPCL Job Eligibility)

হিন্দুস্তান পেট্রোলিয়ামে ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন শাখায় গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিস পদে নিয়োগ করা হচ্ছে। সেই শাখাগুলি হল-

  1. সিভিল
  2. মেকানিক্যাল
  3. ইলেকট্রিক্যাল
  4. কেমিক্যাল
  5. ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স
  6. ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন
  7. ইনস্ট্রুমেন্টেশন
  8. কম্পিউটার সায়েন্স/আইটি
  9. পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং

উপরিউক্ত কোনও শাখায় স্নাতক পাশ করা প্রার্থী হিন্দুস্তান পেট্রোলিয়ামে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিস পদের জন্য আবেদন করতে পারবেন। তবে সেই প্রার্থীর ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির জন্য নম্বরে ছাড় রয়েছে। বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন একবার দেখে নিন।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরি, সাথে ৯২,৩০০ পর্যন্ত বেতন! সুযোগ হাতছাড়া না করে এখুনি করুন আবেদন

আবেদনের বয়সসীমা (Hindusthan Petrolium Age Requirement)

উপরে উল্লিখিত পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীর বয়স ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST ক্যাটাগরির জন্য ৫ বছর, ODB-NC ক্যাটাগরির জন্য ৩ বছর এবং PwBD প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় দেওয়া হয়েছে।

মাসিক বেতন (HPCL Job Salary)

হিন্দুস্তান পেট্রোলিয়ামে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিস (ইঞ্জিনিয়ারিং) পদে নিযুক্ত হলে প্রত্যেক মাসে ২৫,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! গ্রিড ইন্ডিয়ায় নিয়োগ শুরু, সুবর্ণ এই সুযোগ একদম হাতছাড়া করবেন না

আবেদনের পদ্ধতি (How to Apply for HPCL Job)

উপরিউক্ত পদে আবেদন অনলাইনে করতে হবে। কীভাবে করবেন তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে https://jobs.hpcl.co.in/Recruit_New/recruitlogin.jsp ওয়েবসাইটে যেতে হবে।
  2. প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর রেজিস্টার্ড ইমেল আইডিতে লগ ইন ডিটেলস এবং পাসওয়ার্ড আসবে।
  3. এরপর লগ ইন ডিটেলস দিয়ে লগ ইন করতে হবে।
  4. HPCL GAT (ENGINEERING) Engagement 2024 অপশনে ক্লিক করতে হবে।
  5. নিজের ইঞ্জিনিয়ারিং শাখা নির্বাচন করতে হবে।
  6. প্রয়োজনীয় তথ্য দিয়ে এরপর আবেদনপত্র পূরণ করতে হবে।
  7. নিজের সুবিধা মতো ইন্টারভিউয়ের জন্য শহর নির্বাচন করতে হবে।
  8. প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে।
  9. সবকিছু হয়ে যাওয়ার পর সম্পূর্ণ ফর্ম একবার প্রিভিউ করে নিতে হবে। কিছু ভুল হয়ে থাকলে তা ঠিক করে নিতে হবে।
  10. এরপর জমা দিয়ে দিতে হবে।
  11. সাবমিট করার পর রেজিস্টার্ড ইমেল আইডিতে HPCL Application Number এবং কনফারমেশন চলে যাবে।

আবেদন করার শেষ তারিখ

আপনি যদি উপরে উল্লিখিত পদে আবেদন করতে চান তাহলে আপনাকে আগামী ১৩-০১-২০২৪-এর মধ্যে আবেদন করে ফেলতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment