উচ্চমাধ্যমিক পাশে ইন্ডিয়ান অয়েলে চাকরি! সুবর্ণ এই সুযোগ হাতছাড়া না করে এখুনি করুন আবেদন

সম্প্রতি ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি (Indian Oil Recruitment 2024) প্রকাশিত হয়েছে। একসঙ্গে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। যারা ইন্ডিয়ান অয়েলে (Indian Oil) কাজ করতে আগ্রহী তাঁদের জন্য যে এটি একটি দুর্দান্ত সুযোগ তা আর আলাদা করে বলে দিতে হয় না। এই বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

ইন্ডিয়ান অয়েলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ (Indian Oil Recruitment Notification 2024)

সম্প্রতি ইন্ডিয়ান অয়েলে (Indian Oil) একাধিক ডিসিপ্লিনে অ্যাপ্রেন্টিস নিয়োগের (Apprentices Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৪৭৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে? আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কত দরকার? কীভাবে আবেদন করতে হবে? এই বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Job Vaccancy

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Indian Oil Job Eligibility)

৭টি ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্ট্যান্ট) পদের জন্য যেমন ইচ্ছুক প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য শাখায় স্নাতক পাশ হতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস) পদের ক্ষেত্রে আবার উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। এছাড়া আর কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এই বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে ধামাকা করল LIC, এই পলিসি একবার নিলেই প্রতিবছর পাওয়া যাবে টাকা!

আবেদনের বয়সসীমা (Age Requirement)

উপরে উল্লিখিত পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীর বয়স ১৮-২৪ বছরের মধ্যে (১২-০১-২০২৪ তারিখের নিরিখে) হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে।

মাসিক বেতন (Indian Oil Salary)

উপরিউক্ত পদে নিযুক্ত কর্মীদের Apprentices Act, 1961/1973 /Apprentices Rules 1992 এবং কর্পোরেশন গাইডলাইন অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য মোটামুটি কী নথি লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. আবেদনকারী প্রার্থীর আইডি প্রুফ।
  2. জন্মতারিখের প্রমাণপত্র।
  3. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং মার্কশিট।
  4. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে)।
  5. কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  6. ডিস্যাবিলিটি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  7. পাসপোর্ট সাইজ ছবি।

আর কী কী নথিপত্র লাগতে পারে এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ RITES-এ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন ৪০,০০০! সময় নষ্ট না করে ঝটপট করুন আবেদন

আবেদনের পদ্ধতি (How to Apply for Indian Oil Job)

উপরে উল্লিখিত পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। নিম্নে তা স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে প্রথমে BOAT/NSDC-তে রেজিস্টার করতে হবে।
  2. এরপর অফিশিয়াল ওয়েবসাইট https://plapps.indianoilpipelines.in/ -এ যেতে হবে।
  3. যথাযথ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  4. এরপর আবেদনকারীকে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
  5. যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  6. ছবি, প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  7. সবকিছু হয়ে যাওয়ার পর আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ

উপরিউক্ত পদে আবেদন করার শেষ তারিখ হল ০১-০২-২০২৪।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment