পরীক্ষা ছাড়াই কল্যাণী AIIMS-এ নিয়োগ! বেতন চোখধাঁধানো, সময় নষ্ট না করে এখুনি করুন আবেদন

সম্প্রতি কল্যাণী AIIMS-এর তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি (Kalyani AIIMS Recruitment) প্রকাশিত হয়েছে। একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলা থেকে চাকরিপ্রার্থীরা (Job) এই পদের জন্য আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কত দরকার? মাসিক বেতন কত? এই বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ুন।

কল্যাণী AIIMS-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ (Kalyani AIIMS Recruitment Notification 2024)

কল্যাণী AIIMS-এর তরফ থেকে জুনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) (Junior Resident Non-Academic) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শূন্যপদের সংখ্যা হল মোট ১৩টি। এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের পরীক্ষা দিতে হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। আরও বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

কল্যাণী এইমসে জুনিয়র রেসিডেন্ট নন-অ্যাকাডেমিক পদে চাকরির বিজ্ঞপ্তি : Kalyani AIIMS Junior Resident Non Academic recruitment notification 2024

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস) কল্যাণীর (All India Institute of Medical Sciences (AIIMS) Kalyani) তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Kalyani AIIMS Job Eligibility)

NMC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে হবে। পাশাপাশি ইচ্ছুক প্রার্থীকে ইন্টার্নশিপ করে থাকতে হবে এবং ইন্টার্নশিপ সম্পূর্ণ করার সার্টিফিকেট দেখাতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে আরও বেশ কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। সেই বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ জাতীয় সড়ক দপ্তরে নিয়োগ, বেতন ৭৮,০০০ টাকা! সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে এখুনি করুন আবেদন

আবেদনের বয়সসীমা (Age Requirement)

উপরিউক্ত পদের জন্য আবেদন করতে গেলে ইচ্ছুক প্রার্থীর বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে। তবে PwD (OPH) ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়া হয়েছে।

মাসিক বেতন (Kalyani AIIMS Salary)

কল্যাণী AIIMS-এ জুনিয়র রেসিডেন্ট পদের মাসিক বেতনক্রম হল ১৫,৬০০-৩৯,১০০+GP ৫,৪০০ (6th CPC)।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documets for Kalyani AIIMS Job Application)

উপরে উল্লিখিত পদের ইন্টারভিউ এবং জয়েনিংয়ের জন্য বেশ কিছু নথিপত্র লাগবে। নিম্নে তা তুলে ধরা হল।

  1. পরিচয়ের প্রমাণপত্র।
  2. বাসস্থানের প্রমাণপত্র।
  3. জন্মপ্রমাণপত্র।
  4. দু’টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
  5. দশম এবং দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট।
  6. ইন্টার্নশপিপ সম্পূর্ণ করার সার্টিফিকেট।

এছাড়াও আরও বেশ কিছু নথিপত্র চাওয়া হয়েছে। এই বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ হিন্দুস্তান পেট্রোলিয়ামে নিয়োগ চলছে, বেতন চোখধাঁধানো! দেরি না করে এখুনি করুন আবেদন

আবেদনের পদ্ধতি (How to Apply for Kalyani AIIMS Job)

কল্যাণী AIIMS-এ জুনিয়র রেসিডেন্ট পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে। কীভাবে করবেন সেই পদ্ধতি নিম্নে তুলে ধরা হল।

  1. প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
  2. যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  3. ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
  4. এরপর আবেদনপত্র নিয়ে Administrative Building, Ground Floor, Welcome center of AIIMS, Kalyani, Pin- 741245 ঠিকানায় ইন্টারভিউ দিতে যেতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ (Date of Interview)

উপরিউক্ত পদের জন্য ইন্টারভিউ দিতে আগামী ১২-০১-২০২৪ তারিখ সকাল ৯টার মধ্যে কল্যাণী AIIMS-এ পৌঁছে যেতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ https://aiimskalyani.edu.in/

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment