উচ্চমাধ্যমিক পাশেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে চাকরি! দেরি না করে এখুনি করুন আবেদন

সম্প্রতি মিশন বাৎসল্য প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি (Mission Vatsalya Recruitment 2024) প্রকাশিত হয়েছে। একাধিক শূন্যপদে নিয়োগ (Job Recruitment) করা হবে। উচ্চমাধ্যমিক সহ একাধিক শিক্ষাগত যোগ্যতায় এই পদগুলির জন্য আবেদন করা যাবে। এই বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ে দেখতে হবে।

Mission Vatsalya Recruitment Notification 2024

সম্প্রতি দার্জিলিংয়ের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের (District Magistrate Darjeeling) অফিস থেকে মিশন বাৎসল্য প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাটিগাড়া চিলড্রেন হোম ফর গার্লস, দার্জিলিংয়ের (Matigara Children Home for Girls) জন্য এই নিয়োগ করা হবে। ৯টি ভিন্ন পদে নিয়োগ করা হবে। কোন পদের জন্য কত শিক্ষাগত যোগ্যতা দরকার? মাসিক বেতন কত? এই বিষয়ে বিশদে এই প্রতিবেদনে তুলে ধরা হল।

Govt Office Jobs Recruitment 2024

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

দার্জিলিংয়ের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Mission Vatsalya Job Eligibility)

৯টি ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং স্টোর কিপার পদে প্রত্যেকটি পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থী চাওয়া হয়েছে। কাউন্সেলর পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের সোশিওলজি/সোশ্যাল ওয়ার্ক/সাইকোলজি নিয়ে স্নাতক পাশ হতে হবে। সেই সঙ্গেই কম্পিউটারের বিষয়ে দক্ষতা থাকতে হবে।

হাউস মাদার পদের জন্য আবার উচ্চমাধ্যমিক পাশ হলেই হবে। সেই সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রেও উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সেই সঙ্গে নার্সিং/ফার্মেসিতে ডিপ্লোমা থাকতে হবে। অন্যান্য কোন পদের ক্ষেত্রে কত শিক্ষাগত যোগ্যতা দরকার এই বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে রেলে টিকিট বিক্রি করার জন্য কর্মী নিয়োগ! দেরি না করে এখুনি করুন আবেদন

আবেদনের বয়সসীমা (Age Requirement)

৯টি ভিন্ন পদের জন্য আবেদনের বয়সসীমাও ভিন্ন চাওয়া হয়েছে। কাউন্সেলর, হাউস ফাদার/মাদার, প্যারামেডিক্যাল স্টাফ সহ বেশ কয়েকটি পদের ক্ষেত্রে যেমন বয়সসীমা ২১-৪০ বছরের মধ্যে চাওয়া হয়েছে। বাকি কোন পদের ক্ষেত্রে বয়সসীমা কত? তা নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা আছে।

মাসিক বেতন (Mission Vatsalya Salary)

প্রত্যেকটি পদের মাসিক বেতনও ভিন্ন। অফিসার ইন চার্জ পদে যেমন প্রত্যেক মাসে ৩৩,১০০ টাকা বেতন দেওয়া হবে। কাউন্সেলর পদের মাইনে আবার ২৩,১৭০ টাকা। অন্যান্য পদের বেতন জানার জন্য নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে পরীক্ষা ছাড়াই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি! সময় নষ্ট না করে এখুনি করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র (Documents Required to Apply for Mission Vatsalya Job Application)

৯টি পদের জন্য ভিন্ন ভিন্ন নথি চাওয়া হয়েছে। মোটামুটি কোন নথিগুলি লাগবে তা নিম্নে দেওয়া হল।

  1. পরিচয়ের প্রমাণপত্র। (আঁধার কার্ড / ভোটার কার্ড / প্যান কার্ড)
  2. বয়সের প্রমাণপত্র। (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)
  3. শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এর অ্যাডমিট ও রেজাল্ট)

যে পদে আবেদন করতে ইচ্ছুক, সেই পদে অ্যাপ্লাই করার জন্য কী কী নথি চাওয়া হয়েছে তা অফিশিয়াল নোটিফিকেশন থেকে একবার দেখে নিন।

আবেদনের পদ্ধতি (How to Apply for Mission Vatsalya Job)

উপরিউক্ত পদগুলির জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট www.darjeeling.gov.in –এ যেতে হবে।
  2. যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
  3. প্রয়োজনীয় নথিপত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন।
  4. আবেদনপত্র সাবমিট করে দিন।

আবেদন করার শেষ তারিখ

উপরে উল্লিখিত পদে আগামী ০৫-০২-২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment