পরীক্ষা ছাড়াই নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ! সুবর্ণ এই সুযোগ হাতছাড়া না করে এখুনি করুন আবেদন

বছরের শুরুতেই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি (Netaji Subhas Open University) থেকে নিয়োগ বিজ্ঞপ্তি (NSOU Job Recruitment) প্রকাশিত হল। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ কোনও প্রকার লিখিত পরীক্ষা ছাড়া কেবলমাত্র সরকারি সাক্ষাৎকারের মাধ্যমে এই পদের জন্য উপযুক্ত প্রার্থীকে নিযুক্ত করা হবে। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Netaji Subhas Open University Recuritment Notification 2024

সম্প্রতি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (NSOU Job Recruitment) থেকে বাণিজ্য বিভাগে Faculty (Superannuated) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য কত শিক্ষাগত যোগ্যতা দরকার? মাসিক বেতন কত? আবেদন কীভাবে করতে হবে? এই সকল বিষয়ে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ুন।

Netaji Subhash Open University Recruitment 2024

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়েই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Netaji Subhas Open University Job Eligibility)

  • উপরে উল্লিখিত পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীর M. Com, Ph.D করা থাকতে হবে।
  • সেই সঙ্গেই নূন্যতম ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • আবেদনের যোগ্যতা সম্বন্ধে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি! হবে না পরীক্ষাও, দেরি না করে এখুনি করুন আবেদন

আবেদনের বয়সসীমা (Age Requirement)

উপরিউক্ত পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীর বয়স (০১-০১-২০২৪ তারিখের নিরিখে) ৬৮ বছরের কম হতে হবে।

মাসিক বেতন (Netaji Subhas Open University Salary)

অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী উপরিউক্ত পদে কর্মরত প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হবে।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Netaji Subhas Open University Job Interview)

ইন্টারভিউয়ের দিন ইচ্ছুক প্রার্থীকে কয়েকটি নথি নিয়ে যেতে হবে। সেগুলি নিম্নে তুলে ধরা হল।

  1. আপডেটেড বায়োডাটা।
  2. অবসরের প্রমাণপত্র।
  3. লাস্ট পে সার্টিফিকেট।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে RPF-এ চাকরি! সুবর্ণ এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে এখুনি করুন আবেদন

আবেদনের পদ্ধতি (How to Apply for Netaji Subhas Open University Job)

এই পদের জন্য আগে থেকে আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন The Board Room (3rd Floor) of the Head Quarters of NSOU, DD-26, Salt Lake, Sector-1, Kolkata- 700064 এই ঠিকানায় পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ

উপরিউক্ত পদের জন্য ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী ১৬-০১-২০২৪ তারিখ। সময়- সকাল ১১টা।

অফিশিয়াল ওয়েবসাইটঃ http://www.wbnsou.ac.in/index_web.shtml

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment