জাতীয় সড়ক দপ্তরে নিয়োগ, বেতন ৭৮,০০০ টাকা! সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে এখুনি করুন আবেদন

নতুন বছরের শুরুতেই জাতীয় সড়ক দপ্তর (National Highways Authority of India) তথা NHAI তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি (NHAI Job Recruitment) প্রকাশিত হয়েছে। একসঙ্গে দু’টি ভিন্ন পদে নিয়োগ হবে। যে সকল চাকরিপ্রার্থীরা একটি ভালো চাকরির (Job) খোঁজে রয়েছেন তাঁদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

জাতীয় সড়ক দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ (NHAI Recruitment Notification 2024)

সম্প্রতি জাতীয় সড়ক দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) (Deputy General Manager Technical) এবং ম্যানেজার (টেকনিক্যাল) (Manager Technical) পদে নিয়োগ করা হবে। এই দুই পদে শূন্যপদের সংখ্যা যথাক্রমে ২৭টি এবং ২২টি। এই দুই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত দরকার? কীভাবে আবেদন করবেন? মাসিক বেতন কত? এই সকল বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

ন্যাশানাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির বিজ্ঞপ্তি : NHAI National Highways Authority of India recruitment notification

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

জাতীয় সড়ক দপ্তর (National Highways Authority of India) তথা NHAI-এর তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (NHAI Job Eligibility)

স্বীকৃত কিংবা প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি। এছাড়াও দুই পদের জন্য বেশ কিছু কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সেই বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে RPF-এ চাকরি! সুবর্ণ এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে এখুনি করুন আবেদন

আবেদনের বয়সসীমা (Age Requirement)

ন্যাশানাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার উপরিউক্ত দুই পদের জন্য আবেদন করতে হলে ইচ্ছুক প্রার্থীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন (NHAI Salary)

উপরে উল্লিখিত দুই পদের মাসিক বেতনের স্কেল আলাদা। ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) পদের বেতনক্রম হল ৭৮,৮০০ থেকে ২,০৯,২০০ টাকা এবং ম্যানেজার (টেকনিক্যাল) পদের বেতনক্রম হল ৬৭,৭০০ থেকে ২,০৮,৭০০ টাকা।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for NHAI Job Application)

ন্যাশানাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার উপরিউক্ত দুই পদের জন্য আবেদন করতে হলে কী কী নথি লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
  2. অভিজ্ঞতার শংসাপত্র।
  3. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

এছাড়াও আরও বেশ কিছু নথি লাগবে। বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন একবার দেখে নিন।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! গ্রিড ইন্ডিয়ায় নিয়োগ শুরু, সুবর্ণ এই সুযোগ একদম হাতছাড়া করবেন না

আবেদনের পদ্ধতি (How to Apply for NHAI Job)

জাতীয় সড়ক দপ্তরে ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) এবং ম্যানেজার (টেকনিক্যাল) পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন? তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে www.nhai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. নিজের নাম, ইউজার আইডি, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি দিয়ে রেজিস্টার করতে হবে।
  3. লগ ইন করে আবেদন পত্র পূরণ করতে হবে।
  4. কোন পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করতে হবে।
  5. সবকিছু হয়ে যাওয়ার পর সাবমিট করে দিতে এবং অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট বের করে নিতে হবে।

আবেদন করার শেষ তারিখ

আপনি যদি ন্যাশানাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ায় উপরিউক্ত দু’টি পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনার কাছে আগামী ০২-০২-২০২৪ (৬:০০ PM) তারিখের মধ্যে করে ফেলতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ https://vacancy.nhai.org/DGMGMAdmin/UserManager/User/Index.aspx

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment