উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরি, সাথে ৯২,৩০০ পর্যন্ত বেতন! সুযোগ হাতছাড়া না করে এখুনি করুন আবেদন

নতুন বছরের শুরুতেই রেলের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি (Railway Recruitment 2024) প্রকাশিত হয়েছে। একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। নূন্যতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এতদিন যারা একটি ভালো চাকরির (Job) খোঁজে ছিলেন তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ বলা যায়। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Railway Recruitment Notification 2024

সম্প্রতি উত্তর রেলের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ২৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। কীভাবে আবেদন করতে হবে? শিক্ষাগত যোগ্যতা কত দরকার? সেসব বিষয়ে এই প্রতিবেদনে বিশদে আলোচনা করা হল।

রেলে চাকরির বিজ্ঞপ্তি জারি : Howrah Division Railway Recruitment Notice

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

RRC তথা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তত্ত্বাবধানে Northern Railway অর্থাৎ উত্তর রেলে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Northern Railway Job Eligibility)

উপরিউক্ত পদে চাকরির জন্য আবেদন করতে হলে ইচ্ছুক প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ হলেই হবে। তবে উচ্চপদের জন্য স্নাতক পাশ হতে হবে। এক্ষেত্রে বলে রাখি, উত্তর রেলওয়ে-তে স্পোর্টস কোটায় স্পোর্টস পার্সন (Sports Person) পদে নিয়োগ করা হবে। সেই জন্য বেশ কিছু নির্দিষ্ট খেলার উল্লেখ রয়েছে। সেই বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন একবার দেখে নিন।

আবেদনের বয়সসীমা (Age requirement)

নূন্যতম ১৮ বছর বয়সের প্রার্থীরা উপরে উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়সসীমা হল ২৫ বছর। এই পদের ক্ষেত্রে আবেদন করলে কোনো রকমের বয়সের ছাড় পাওয়া যাবে না।

আরও পড়ুনঃ কলেজ পাশে ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ, বেতনও চোখধাঁধানো! দেরি না করে এখুনি করুন আবেদন

মাসিক বেতন (Northern Railway Salary)

উপরিউক্ত চাকরির জন্য নিয়োগ করা হলে ১৯,৯০০ থেকে ৯২,৩০০ টাকার মধ্যে কর্মীদের বেতন দেওয়া হবে। যার মধ্যে দ্বাদশ শ্রেণী পাশ বা সমতুল্যদের জন্য ১৯,৯০০ থেকে ৬৯,১০০ টাকা সর্বোচ্চ মেইন। এছাড়া স্নাতক বা সমতুল্য প্রার্থীদের জন্য ২৫,৫০০ থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত মেইন দেওয়া হবে। এক্ষেত্রে বলে রাখি, পে ম্যাট্রিক্সের লেভেল অনুযায়ী, বেতনের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করে দেওয়া আছে। তা অফিশিয়াল নোটিফিকেশনে বিস্তারিত উল্লেখ করা আছে।

প্রয়োজনীয় নথিপত্র (Documents Required for Application)

উত্তর রেলওয়ে-তে স্পোর্টস পার্সন পদে চাকরির জন্য আবেদন করতে হলে বেশ কিছু নথি লাগবে। সেগুলি নিম্নে তুলে ধরা হল।

  1. বয়সের প্রমাণপত্র।
  2. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  3. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ৯০০০০ মাইনের চাকরি! দেরি করলে হাতছাড়া হয়ে যাবে এই সুযোগ

আবেদনের পদ্ধতি (How to Apply for Northern Railway Job)

উত্তর রেলওয়ে-তে উপরিউক্ত পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। কীভাবে করবেন তা নিম্নে তুলে ধরা হল।

  1. অফিশিয়াল আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে।
  2. নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  3. নিজের নাম, বয়স, লিঙ্গ, অভিভাবকের নাম, বয়স, ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
  4. প্রয়োজনীয় নথিপত্র, সই, ছবি ইত্যাদি আপলোড করুন।
  5. সব কিছু হয়ে যাওয়ার পর সাবমিট করে দিন।

আবেদনের সময়সীমা

আপনি যদি উপরে উল্লিখিত পদে আবেদন করতে চান তাহলে আপনাকে আগামী ৩০-০১-২০২৪ তারিখের মধ্যে আবেদন করে ফেলতে হবে। বিগত ৩০শে ডিসেম্বর থেকেই আবেদনের পক্রিয়া শুরু হয়েছে। এরই সাথে ১৯শে ফেব্রুয়ারি সম্ভাব্য ট্রায়ালের তারিখও বলে দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ  অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment