প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবর্ণ সুযোগ! আবেদন করতে চান? ঝটপট দেখুন পদ্ধতি

সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নিয়োগ (Presidency University Recruitment Notice) বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যে সকল চাকরিপ্রার্থীরা এতদিন ধরে একটি ভালো চাকরির (Job) খোঁজে ছিলেন তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে পারেন। কোনও রকম লিখিত পরীক্ষা ছাড়া শুধুমাত্র অনলাইন ইন্টারভিউয়ের দ্বারা এই নিয়োগ (Job Recruitment) প্রক্রিয়া সম্পন্ন হবে।

Presidency University Recruitment Notification 2024

রাজ্যের অন্যতম নামী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি হল প্রেসিডেন্সি। সম্প্রতি সেই ইউনিভার্সিটির তরফ থেকে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট (Project Assistant) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত দরকার? মাসিক বেতন কত? কীভাবে আবেদন করতে হবে? এই বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

College Recruitment Notice

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Presidency University Job Eligibility)

উক্ত পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে বায়োকেমিস্ট্রিতে MSc/MS/BS-MS কিংবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এছাড়া আরও বেশ কিছু যোগ্যতা থাকতে হবে। সেই বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ এইট পাশে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবহণ দপ্তরে নিয়োগ, বেতন ১১,৫০০! দেরি না করে আজই করুন আবেদন

আবেদনের বয়সসীমা (Age requirement)

অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আবেদনের বয়সসীমা সেভাবে উল্লেখ করা হয়নি। প্রাপ্তবয়স্ক এবং উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা থাকলেই এই পদে আবেদন করা যাবে।

মাসিক বেতন (Presidency University Salary)

উপরে উল্লিখিত পদে নিযুক্ত কর্মীদের ফেলোশিপ/বেতন হিসেবে মাসে ২০,০০০ ও ৫৪০০ (HRA) মিলিয়ে সর্বমোট ২৫,৪০০ টাকা দেওয়া হবে।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Presidency University Job Application)

উপরিউক্ত পদে আবেদনের জন্য কী কী নথিপত্র লাগবে চলুন দেখে নেওয়া যাক।

  1. সরকারের ইস্যু করা ফটো আইডেন্টিটি প্রুফ।
  2. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মার্কশিট/সার্টিফিকেট।
  3. আবেদনকারীর বায়োডাটা।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশে পরীক্ষা ছাড়াই Axis ব্যাঙ্কে চাকরি! চাকরিপ্রার্থীরা আজই করুন আবেদন

আবেদনের পদ্ধতি (How to Apply for Presidency University Job)

উক্ত পদে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. আবেদনকারীকে নিজের সিভি তৈরি করতে হবে।
  2. ৪০০ শব্দের রিসার্চ স্টেটমেন্ট তৈরি করতে হবে।
  3. আবেদনকারীর অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের বিষয়ে বলতে পারবেন এমন একজন ব্যক্তির নাম এবং ফোন নম্বর/ইমেল আইডি দিতে হবে।
  4. প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে যুক্ত করতে হবে।
  5. সবকিছু হয়ে যাওয়ার পর অফিশিয়াল নোটিফিকেশনে উল্লিখিত ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ

উপরিউক্ত পদে আবেদন করার শেষ তারিখ হল ২৮-০১-২০২৪। আবেদনপত্র জমা নেওয়া শেষ হওয়ার পর আগামী ২৯-০১-২০২৪ তারিখ সকাল ১১:৩০টা থেকে নির্বাচিত প্রার্থীদের গুগল মিটে অনলাইন ইন্টারভিউ নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের গুগল মিট লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ ক্লিক করুন

Leave a Comment