RITES-এ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন ৪০,০০০! সময় নষ্ট না করে ঝটপট করুন আবেদন

সম্প্রতি রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস (Rail India Technical and Economic Service) তথা RITES এর তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি (RITES Recruitment 2024) প্রকাশিত হয়েছে। রেলওয়ে মন্ত্রকের অধীন এই সংস্থায় চাকরি (Job) করা অনেকেরই স্বপ্ন। এবার সেই RITES-এই মোটা মাইনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

RITES Recruitment Notification 2024

RITES-এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স) (Assistant Manager Finance) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ১৬টি। শিক্ষাগত যোগ্যতা কত দরকার? মাসিক বেতন কত? কীভাবে আবেদন করতে হবে? এই বিষয়ে বিশদে এই প্রতিবেদনে তুলে ধরা হল।

RITES Recruitment Notification

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস তথা RITES-এর তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (RITES Job Eligibility)

উপরিউক্ত পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/কস্ট অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। এছাড়া কর্মক্ষেত্রে কিছু অভিজ্ঞতা চাওয়া হয়েছে। সেই বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে পরীক্ষা ছাড়াই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি! সময় নষ্ট না করে এখুনি করুন আবেদন

আবেদনকারীর বয়সসীমা (Age Requirement)

উপরে উল্লিখিত পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়মানুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন (RITES Salary)

RITES-এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স) পদে নিযুক্ত কর্মীদের মাসিক ৪০,০০০ টাকা বেতন দেওয়া হবে!

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for RITES Job Application)

উপরে উল্লিখিত পদে আবেদনের জন্য বেশ কিছু নথিপত্র লাগবে। তা নিম্নে তুলে ধরা হল।

  1. পরিচয় এবং বাসস্থানের প্রমাণপত্র (ভোটার কার্ড/পাসপোর্ট/আধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স)।
  2. জন্ম প্রমাণপত্র হিসেবে হাই স্কুল সার্টিফিকেট।
  3. শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতার সকল মার্কশিট এবং শংসাপত্র।
  4. কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  5. অভিজ্ঞতার শংসাপত্র (যদি থাকে)।
  6. PWD সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  7. ২টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! স্নাতক পাশ ছেলেমেয়ে নিচ্ছে ব্যাঙ্ক, এখুনি করুন আবেদন

আবেদনের পদ্ধতি (How to Apply for RITES Job)

প্রথমে RITES-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

  1. অনলাইন আবেদনের সময় রেজিস্ট্রেশন নম্বর আসবে। এই নম্বরটি লিখে রাখতে হবে।
  2. যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  3. প্রয়োজনীয় নথিপত্রের সেলফ অ্যাটেস্টেড স্ক্যানড কপি আপলোড করতে হবে।
  4. আবেদন ফি জমা দিতে হবে।
  5. সবকিছু হয়ে যাওয়ার পর আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে এবং তার প্রিন্ট আউট বের করে রাখতে হবে।

আবেদন করার শেষ তারিখ

উপরিউক্ত পদে আবেদন করার শেষ তারিখ হল ২৯-০১-২০২৪ (দুপুর ১২টা)।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment