মাধ্যমিক পাশে RPF-এ চাকরি! সুবর্ণ এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে এখুনি করুন আবেদন

বছরের শুরুতেই রেলওয়ে বোর্ডের (Railway Board) তরফ থেকে RPF তথা রেলওয়ে প্রোটেকশন ফোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি (RPF Recruitment Notification) প্রকাশিত হয়েছে। দু’টি ভিন্ন পদে নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা রয়েছে একাধিক। এতদিন যারা নূন্যতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটি ভালো চাকরির (Job) খোঁজে ছিলেন তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

RPF Recruitment Notification 2024

সম্প্রতি রেলওয়ে প্রোটেকশন ফোর্সে (Railway Protection Force) সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাব ইন্সপেক্টর (Sub-Inspector) পদে ২৫০ এবং কনস্টেবল (Constable) পদে ২০০০টি শূন্যপদ রয়েছে। কোন পদে আবেদনের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার? কীভাবে আবেদন করবেন? এই বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Railway Protection Force Recruitment
Railway Protection Force

নিয়োগকারী সংস্থা 

রেল বিভাগের তরফ থেকে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (RPF Job Eligibility)

দু’টি ভিন্ন পদের জন্য ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। RPF-এর কনস্টেবল পদের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলেই হবে। অপরদিকে সাব ইন্সপেক্টর পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে।

 আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরি, সাথে ৯২,৩০০ পর্যন্ত বেতন! সুযোগ হাতছাড়া না করে এখুনি করুন আবেদন

আবেদনের বয়সসীমা (Age Requirement)

RPF কনস্টেবল পদের জন্য ইচ্ছুক প্রার্থীর বয়স ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে। অপরদিকে সাব ইন্সপেক্টর পদের বয়সসীমা হল ২০-২৫। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে কিছু ছাড় দেওয়া হয়েছে। SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছরের ছাড় প্রদান করা হয়েছে।

প্রয়োজনীয় নথিপত্র (Required Document for RPF Job)

PET/PMT-তে উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। সেক্ষেত্রে কী কী নথি লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. বয়সের প্রমাণ হিসেবে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট।
  2. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে স্নাতক/ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট।
  3. কাস্ট সার্টিফিকেট (সংরক্ষিত শ্রেণির প্রার্থী হলে)।
  4. ডিসচার্জ সার্টিফিকেট (এক্স-সার্ভিসম্যান হলে)
  5. দু’কপি সেলফ অ্যাটেস্টেড রঙিন ছবি।
  6. সরকারি চাকরি করলে বর্তমান নিয়োগ সংস্থা থেকে NOC লাগবে।
  7. ডমিসাইল সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  8. EWS সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।

আরও পড়ুনঃ হিন্দুস্তান পেট্রোলিয়ামে নিয়োগ চলছে, বেতন চোখধাঁধানো! দেরি না করে এখুনি করুন আবেদন

আবেদনের পদ্ধতি (How to Apply for RPF Job)

উপরিউক্ত দুই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন সেই পদ্ধতি নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে indianrailways.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
  3. প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে।
  4. সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর, প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  5. আবেদনমূল্য জমা দিতে হবে।
  6. সবকিছু হয়ে যাওয়ার পর সাবমিট করে দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ

রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে আবেদনের শেষ তারিখ হল ৩১-০১-২০২৪।

অফিশিয়াল ওয়েবসাইটঃ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment