এইট পাশে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবহণ দপ্তরে নিয়োগ, বেতন ১১,৫০০! দেরি না করে আজই করুন আবেদন

সম্প্রতি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবহণ দপ্তরের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি (SHTO Recruitment 2024) প্রকাশিত হয়েছে। রাজ্যের যে কোনও জেলার স্থায়ী বাসিন্দারা এই পদের (Job Recruitment) জন্য আবেদন করতে পারেন। আবেদনকারী প্রার্থী অষ্টম শ্রেণী পাশ হলেই হবে। নূন্যতম শিক্ষাগত যোগ্যতায় এতদিন যারা একটি ভালো চাকরির (Job) খোঁজে ছিলেন তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবহণ দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ (SHTO Recruitment Notification 2024)

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবহণ দপ্তরের (State Health Transport Organisation) তরফ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ড্রাইভার (Driver) পদে নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা ৮টি। এই পদের মাসিক বেতন কত? কীভাবে আবেদন করতে হবে? এই বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

SHTO State Health Transport Organisation recruitment notification 2024

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তত্ত্বাবধানে রাজ্য স্বাস্থ্য পরিবহণ দপ্তরের (State Health Transport Organisation) তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরি, বেতন চোখধাঁধানো! দেরি না করে আজই করুন আবেদন

শিক্ষাগত যোগ্যতা (SHTO Job Eligibility)

উপরে উল্লিখিত পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে সরকার স্বীকৃত কোনও বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে। সেই সঙ্গেই বৈধ ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে।

আবেদনের বয়সসীমা (Age Requirement)

০১-০১-২০২৪ তারিখের নিরিখে আবেদনকারী প্রার্থীর বয়স ২৫-৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন (SHTO Salary)

উপরিউক্ত পদে নিযুক্ত কর্মীদের প্রত্যেক মাসে ১১,৫০০ টাকা বেতন দেওয়া হবে।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for SHTO Job Application)

পশ্চমবঙ্গ স্বাস্থ্য পরিবহণ দপ্তরে ড্রাইভার পদে আবেদনের জন্য কী কী নথিপত্র লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. পরিচয়ের প্রমাণপত্র।
  2. বাসস্থানের প্রমাণপত্র।
  3. বয়সের প্রমাণপত্র।
  4. শিক্ষাগত যোগ্যতা এবং টেকনিক্যাল যোগ্যতার প্রমাণপত্র।
  5. ড্রাইভিং লাইসেন্স।
  6. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  7. আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।

ছবি বাদে উপরে উল্লিখিত প্রত্যেকটি নথি সেলফ অ্যাটেস্টেড হতে হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশ যোগ্যতায় বিদ্যুৎ দপ্তরে চাকরি! বেকার চাকুরীপ্রার্থীরা এখুনি করুন আবেদন

আবেদনের পদ্ধতি (How to Apply for SHTO Job)

উক্ত পদে সম্পূর্ণভাবে অফলাইনে আবেদন করতে হবে। নিম্নে স্টেপ বাই স্টেপ সেই পদ্ধতি তুলে ধরা হল।

  1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
  2. যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  3. প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করতে হবে।
  4. নথিপত্র সহযোগে আবেদনপত্রটি একটি খামে ভরতে হবে এবং ওপরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF DRIVER (CONTRACTUAL), 2024’.
  5. সবকিছু হয়ে যাওয়ার পর আবেদনপত্রটি State Health Transport Organisation, Swasthya Paribahan Bhawan, 142, AJC Bose Road, Kolkata- 700014 – এই ঠিকানার ড্রপ বক্সে জমা দিয়ে দিতে হবে। পোস্ট কিংবা অন্য কোনও ভাবে পাঠালে হবে না।

আবেদন করার শেষ তারিখ

উপরিউক্ত পদে আবেদন করার শেষ তারিখ হল ০৭-০২-২০২৪।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment