স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরি, বেতন চোখধাঁধানো! দেরি না করে আজই করুন আবেদন

সম্প্রতি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি (SAI Recruitment 2024) প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের নাগরিকরা এই চাকরির (Job Recruitment) জন্য আবেদন করতে পারবেন। এতদিন যারা একটি মোটা মাইনের চাকরির (Job) খোঁজে ছিলেন তাঁদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হতে পারে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ (SAI Recruitment Notification 2024)

সম্প্রতি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (Sports Authority of India) তরফ থেকে ইয়ং প্রফেশনাল (জেনারেল ম্যানেজমেন্ট) (Young Professional General Management) পদে নিয়োগ বিজ্ঞপ্রি প্রকাশ করা হয়েছে। মোট শূন্যপদের সংখ্যা হল ২৫টি। এই পদে আবেদনের জন্য কত শিক্ষাগত যোগ্যতা দরকার? মাসিক বেতন কত? কীভাবে আবেদন করতে হবে? এই বিষয়ে বিশদে এই প্রতিবেদনে তুলে ধরা হল।

Sports Authority of India SAI recruitment notification 2024

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ মহিলাদের জন্য দুর্দান্ত সুযোগ, শুরু হল অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, এখুনি করুন আবেদন

শিক্ষাগত যোগ্যতা (SAI Job Eligibility)

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় ইয়ং প্রফেশনাল (জেনারেল ম্যানেজমেন্ট) পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে স্নাতকোত্তর পাশ বা BE/B. Tech ডিগ্রিধারী বা ম্যানেজমেন্টে পিজি ডিপ্লোমা বা MBBS বা LLB বা ICWA বা CA ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আবেদনের বয়সসীমা (Age Requirement)

উপরে উল্লিখিত পদে আবেদনের ঊর্ধ্বসীমা হল ৩২ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন (SAI Salary)

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় ইয়ং প্রফেশনাল (জেনারেল ম্যানেজমেন্ট) পদে নিযুক্ত কর্মীদের মাসিক ৫০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for SAI Job Application)

উপরিউক্ত পদে আবেদনের জন্য বেশ কিছু নথিপত্র লাগবে, তা নিম্নে তুলে ধরা হল।

  1. জন্মতারিখের প্রমাণপত্র।
  2. আবেদনকারীর ডিটেলস।
  3. অনলাইন আবেদনের প্রিন্ট আউট।
  4. পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির মার্কশিট।
  5. পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের ডিগ্রি সার্টিফিকেট।
  6. গ্র্যাজুয়েশন ডিগ্রির মার্কশিট।
  7. গ্র্যাজুয়েশন ডিগ্রির সার্টিফিকেট।
  8. ওয়ার্ক এক্সপেরিয়েন্স (যদি থাকে)।
  9. শেষ পে সার্টিফিকেট।
  10. ক্রীড়ায় সাফল্যের নথিপত্র (যদি থাকে)।
  11. পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
  12. আবেদনকারীর স্বাক্ষরের স্ক্যান করা ছবি।

আবেদনের পদ্ধতি (How to Apply for SAI Job)

উপরে উল্লিখিত পদের জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। কীভাবে জানাবেন তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://sportsauthorityofindia.nic.in/saijobs -এ যেতে হবে।
  2. প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  3. যথাযথভাবে আবেদনপত্র পূরণ করতে হবে।
  4. প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  5. সবকিছু হয়ে যাওয়ার পর আবেদনপত্র সাবমিট করে দিতে হবে।

আরও পড়ুনঃ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে ৪৫,০০০ এর চাকরি! দেরি না করে এখুনি করুন আবেদন

আবেদন করার শেষ তারিখ

উপরিউক্ত পদে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ তারিখ হল ০৫-০২-২০২৪ (বিকেল ৫:০০টা)।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment