UCO ব্যাঙ্কে একাধিক শূন্যপদে নিয়োগ! সময় নষ্ট না করে এখুনি করুন আবেদন

আপনি কি ব্যাঙ্কে চাকরি (Bank Job) করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ খবর। সম্প্রতি ইউকো ব্যাঙ্কের তরফ থেকে নিয়োগ (UCO Bank Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একাধিক শূন্যপদে নিয়োগ (Job Recruitment) করা হবে। রাজ্যের যে কোনও জেলার বাসিন্দারা এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।

UCO Bank Recruitment Notification 2024

সম্প্রতি ইউকো ব্যাঙ্কের তরফ থেকে চিফ টেকনোলজি অফিসার (Chief Technology Officer), ম্যানেজার- সিভিল ইঞ্জিনিয়ার (Manager Civil Engineer) এবং ম্যানেজার- আর্কিটেক্ট (Manager Architect) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শূন্যপদের সংখ্যা রয়েছে মোট ৬টি। কোন পদের জন্য কত শিক্ষাগত যোগ্যতা লাগবে? মাসিক বেতন কত? কীভাবে আবেদন করতে হবে? এই বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

ব্যাঙ্কের চাকরি, Bank Jobs in India

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

ইউকো ব্যাঙ্কের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কি যোগ্যতা লাগবে আবেদনের জন্য? কিভাবে আবেদন করতে হবে? নিচে এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল।

শিক্ষাগত যোগ্যতা (UCO Bank Job Eligibility)

তিনটি ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। চিফ টেকনোলজি অফিসার পদের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে MCA কিংবা সমতুল্য ডিগ্রিধারীই হতে হবে। কিংবা ইঞ্জিনিয়ারিং স্নাতক হতে হবে।

ম্যানেজার- সিভিল ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের ভারত সরকার বা রেগুলেটরি বডি অথবা AICTE স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে B.E/ B. Tech পাশ হতে হবে এবং ম্যানেজার-আর্কিটেক্ট আবেদনকারী প্রার্থীদের ভারত সরকার/রেগুলেটরি বডি/AICTE স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে B.E/ B. Tech পাশ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপেরিয়েন্সের বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে ৪৫,০০০ এর চাকরি! দেরি না করে এখুনি করুন আবেদন

আবেদনের বয়সসীমা (Age Requirement)

চিফ টেকনোলজি অফিসারের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ৪০-৫৭ বছরের মধ্যে। ম্যানেজার- সিভিল ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে ২৫-৩৫ বছর এবং ম্যানেজার- আর্কিটেক্ট পদের জন্যও আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে।

মাসিক বেতন (UCO Bank Salary)

উপরে উল্লিখিত পদের জন্য মাসিক বেতনের অঙ্কটা অফিশিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা হয়নি। বরং বলা হয়েছে, বেশ কয়েকটি ফ্যাক্টরের ওপর নির্ভর করে একজন প্রার্থীকে বেতন অফার করা হবে। বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for UCO Bank Job Application)

উপরিউক্ত পদে আবেদনের জন্য কী কী নথিপত্র লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. বয়সের প্রমাণপত্র।
  2. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  3. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  4. কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  5. আবেদনকারীর CV.
  6. আবেদনকারীর ছবি।
  7. আবেদনকারীর স্বাক্ষর।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশ যোগ্যতায় বিদ্যুৎ দপ্তরে চাকরি! বেকার চাকুরীপ্রার্থীরা এখুনি করুন আবেদন

আবেদনের পদ্ধতি (How to Apply for UCO Bank Job)

উপরে উল্লিখিত পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন তা নিম্নে তুলে ধরা হল।

  1. প্রথমে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে।
  3. যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  4. প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  5. আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্র সাবমিট করে দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ

ইউকো ব্যাঙ্কে উপরিউক্ত পদগুলিতে আবেদন করার শেষ তারিখ হল ২৯-০১-২০২৪।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ UCO Bank recruitment notification 2024

Leave a Comment