উচ্চমাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ির চাকরি! সময় নষ্ট না করে এখুনি আবেদন পদ্ধতি

রাজ্যের চাকরির বাজার নিয়ে প্রায়ই ক্ষোভ শোনা যায় চকরিপ্রার্থীদের মুখে। একাধিক শূন্যপদ থাকলেও নিয়োগ হচ্ছে না, এই অভিযোগ তুলেছিলেন অনেকে। তবে রাজ্য সরকারের (Goverrnment of West Bengal) তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গেই নিয়োগ শুরু হবে। সেই কথা মতো, নতুন বছর পড়তেই একাধিক চাকরির বিজ্ঞপ্তি (Job Recruitment) প্রকাশিত হয়েছে। সম্প্রতি যেমন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রাজ্যের অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ (WB ICDS Recruitment Notification 2024)

সম্প্রতি ICDS Anganwadi Sahayika Recruitment বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে। কীভাবে আবেদন করতে হবে? মাসিক বেতন কত? এই বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

আঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, Anganwadi Recruitment

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে CDPO অফিসের তরফ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

উক্ত পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিদ্যালয় অথবা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। অর্থাৎ আবেদনকারী প্রার্থী নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। সেই সঙ্গেই প্রার্থীকে অফিশিয়াল নোটিফিকেশনে উল্লিখিত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আরও পড়ুনঃ স্থায়ী করা হবে অস্থায়ী সরকারি কর্মচারীদের! ভোটের আগে দারুন সুখবর দিল রাজ্য সরকার

আবেদনের বয়সসীমা (Age Requirement)

উপরে উল্লিখিত পদে আবেদনের করতে হলে ০১-০১-২০২৪ তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে। এই বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবেন।

মাসিক বেতন (Monthly Salary)

এই পদে নিযুক্ত কর্মীদের কোনও বেতন দেওয়া হবে না। কারণ এটি একটি সাম্মানিক পরিষেবা। তবে নিযুক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী, প্রত্যেক মাসে সাম্মানিক ভাতা পাবেন।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents to Apply for The Post)

  1. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (৬ মাসের বেশি পুরনো হলে হবে না)।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. কাস্ট সার্টিফিকেট।
  4. আবেদনকারীর পরিচয়পত্র।
  5. পিডব্লিউডি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  6. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  7. স্বাক্ষরের স্ক্যান কপি।
  8. আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণায় বাড়ল স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা! বাংলার বাইরেও মিলবে ফ্রি চিকিৎসা

আবেদনের পদ্ধতি (How to Apply for Anganwadi Job)

উপরিউক্ত পদে অনলাইনে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন? তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করতে হলে ইচ্ছুক প্রার্থীকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
  3. রেজিস্ট্রেশনের পর যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  4. এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  5. সবকিছু হয়ে যাওয়ার পর আবেদনপত্র সাবমিট করতে হবে।

আবেদন করার শেষ তারিখ

উপরিউক্ত পদে আবেদন করার শেষ তারিখ হল আগামী ২০-০৩-২০২৪।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ  অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment