চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ! উচ্চমাধ্যমিক পাশেই ২৩,০০০ মাইনের চাকরি, আজই করুন আবেদন

নতুন বছরের শুরুতেই একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি (Job Recruitment) প্রকাশিত হচ্ছে। সম্প্রতি যেমন রাজ্যের ডিস্টিক্ট ম্যাজিস্ট্রেটের (District Magistrate, Jalpaiguri) তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের যে কোনও নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Jalpaiguri District Magistrate Office Recruitment Notification Jalpaiguri)

সম্প্রতি জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কাউন্সেলর (Counsellor), হাউস ফাদার (House Father) এবং প্যারা মেডিক্যাল স্টাফ (Para Medical Staff) পদে নিয়োগ করা হবে। প্রত্যেকটি পদেই শূন্যপদের সংখ্যা ১টি করে রয়েছে। কোন পদে আবেদনের জন্য কত শিক্ষাগত যোগ্যতা দরকার? মাসিক বেতন কত? কীভাবে আবেদন করতে হবে? এই বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Indian Teenage Boys and Girls

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মিশন বৎসল্যর অধীনে Korok Children Home for Boys-এর জন্য এই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

তিনটি ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তা নিম্নে তুলে ধরা হল।

  1. কাউন্সেলর- এই পদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্ক/ সোসিওলজি/ সাইকোলজি/ পাবলিক হেলথ/ কাউন্সেলিং নিয়ে স্নাতক হতে হবে। অথবা কাউন্সেলিং এবং কমিউনিকেশনে পিজি ডিপ্লোমা করে থাকতে হবে। এছাড়াও এই পদের জন্য আরও কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। তা জানার জন্য নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন। এই পদের জন্য পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
  2. হাউস ফাদার- উচ্চ মাধ্যমিক পাশ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। হাউস ফাদার পদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
  3. প্যারা মেডিক্যাল স্টাফ- এই পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাশ এবং নার্সিং/ফার্মেসিতে ডিপ্লোমা করা থাকতে হবে। প্যারা মেডিক্যাল স্টাফ পদের জন্য পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে মোটা মাইনের চাকরির সুযোগ! দেরি না করে ঝটপট করুন আবেদন

আবেদনের বয়সসীমা (Age Requirements)

কাউন্সেলর পদের জন্য বয়সসীমা হল ২৪-৪০ বছর। হাউস ফাদার পদের জন্য আবেদনের বয়সসীমা হল ২১-৪০ বছর এবং প্যারা মেডিক্যাল স্টাফ পদের জন্য বয়সসীমা হল ২১-৪০ বছর।

মাসিক বেতন (Monthly Salary)

তিনটি ভিন্ন পদে মাসিক বেতনও ভিন্ন। কাউন্সেলর পদের মাসিক বেতন হল ২৩,১৭০ টাকা। অপরদিকে হাউস ফাদার এবং প্যারা মেডিক্যাল স্টাফ পদের বেতন হল ১৪,৫৬৪/- এবং ১২,০০০ টাকা।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Application)

উপরিউক্ত পদগুলির জন্য আবেদন করতে গেলে বেশ কিছু নথিপত্র লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. বয়সের প্রমাণপত্র।
  2. বাসস্থানের প্রমাণপত্র।
  3. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
  4. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  5. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়াই নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ! সুবর্ণ এই সুযোগ হাতছাড়া না করে এখুনি করুন আবেদন

এছাড়াও আরও একটি নথি লাগবে। সেই বিষয়ে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আবেদনের পদ্ধতি (How to Apply)

উপরে উল্লিখিত পদগুলির জন্য অফলাইনে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আব্দনপত্র ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে হবে।
  2. এরপর সেই আবেদনপত্র পূরণ করতে হবে।
  3. প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করতে হবে।
  4. এরপর সেই আবেদনপত্র The District Child Protection Unit, Collectorate Building, Jalpaiguri এই ঠিকানার ড্রপ বক্সে জমা দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ (Last Date to Apply)

ইতিমধ্যেই উপরে উল্লিখিত পদগুলির জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। আগামী ২৪-০১-২০২৪ পর্যন্ত আবেদন চলবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ অফিসিয়াল ওয়েবসাইট 

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment