মাধ্যমিক পাশ যোগ্যতায় বিদ্যুৎ দপ্তরে চাকরি! বেকার চাকুরীপ্রার্থীরা এখুনি করুন আবেদন

নতুন বছর শুরু হয়েছে এখনও একমাসও হয়নি। এর মধ্যেই একাধিক সংস্থায় নিয়োগ (Recruitment) শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি (WBSETCL Recruitment 2024) প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত এই প্রতিবেদনে তুলে ধরা হল।

West Bengal State Electricity Transmission Company Limited Recruitment Notification 2024

সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (West Bengal State Electricity Transmission Company Limited) তরফ থেকে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Technician Apprentice ITI) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট শূন্যপদের সংখ্যা হল ৬৭টি। উপরিউক্ত পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত দরকার? কীভাবে আবেদন করতে হবে? এই বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

West Bengal State Electricity Transmission Company Limited Recruitment Notification 2024

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency)

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (WBSETCL) তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (WBSETCL Job Eligibility)

উপরে উল্লিখিত পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের মাধ্যমিক পাশ হলেই হবে। সেই সঙ্গেই স্বীকৃত কোনও আইটিআই থেকে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আবেদনের বয়সসীমা (Age Requirement)

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিস (আইটিআই) পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১-০১-২০২৪ তারিখের নিরিখে ১৮ বছর হতে হবে।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! স্নাতক পাশ ছেলেমেয়ে নিচ্ছে ব্যাঙ্ক, এখুনি করুন আবেদন

মাসিক বেতন (WBSETCL Monthly Salary)

উপরিউক্ত পদে নিযুক্ত হলে প্রত্যেক মাসে ৭,৭০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে। এছাড়া অন্য কোনোরকমের অ্যালাওয়েন্স দেওয়া হবে না।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

উপরে উল্লিখিত পদে চাকরির জন্য আবেদনকারীদের কী কী নথিপত্র লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. আধার কার্ড।
  2. বয়সের প্রমাণপত্র (বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রভৃতি)।
  3. পরিচয়পত্র।
  4. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  5. কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।

এই বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিন।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে চাকরি! দেরি না করে এখুনি করুন আবেদন

আবেদন পদ্ধতি (How to Apply for WBSETCL Job)

উপরে উল্লিখিত পদের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। কীভাবে করবেন তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. ইচ্ছুক প্রার্থীদের প্রথমে https://portal.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে গিয়ে ন্যাশানাল অ্যাপ্রেন্টাইসশিপ প্রোমোশন স্কিমে গিয়ে রেজিস্টার করতে হবে।
  2. এরপর NAPS লগ ইন আইডি দিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (আইটিআই) পদের জন্য আবেদন করতে হবে।
  3. প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করে প্রার্থীদের তা জমা দিয়ে দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ

উপরিউক্ত পদে আবেদন করতে চাইলে আপনাকে আগামী ০৭-০২-২০২৪ তারিখের (বিকেল ৪:০০) মধ্যে করে ফেলতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment