স্থায়ী করা হবে অস্থায়ী সরকারি কর্মচারীদের! ভোটের আগে দারুন সুখবর দিল রাজ্য সরকার

পশ্চিমবঙ্গে গত দশ বছরেরও বেশি সময় ধরে ডিএ আন্দোলন চলছে। এর আন্দোলনের অন্যতম দাবি হল, সরকারি সংস্থায় কাজ করা বিভিন্ন অস্থায়ী কর্মীদের (Temporary State Government Employees) যেন স্থায়ী করে দেওয়া হয়। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এমনটা করেছেন। এরপর পশ্চিমবঙ্গে এই দাবি আরও জোরালো হয়। তবে বাংলার সরকার সেই দাবির দিকে বিশেষ কর্ণপাত করেনি।

অস্থায়ী কর্মীদের স্থায়ী করে দেওয়ার দাবি এখনও না মানলেও কয়েক মাসের ব্যবধানে রাজ্য সরকারি কর্মীদের দুই দফায় মহার্ঘ্য ভাতা (DA) বৃদ্ধি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। কিন্তু অস্থায়ী সরকারি কর্মচারীদের স্থায়ী করার বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে এবার বাংলার আরও এক পড়শি রাজ্য এই কাজ করে দেখালো। ফলে সেই রাজ্যের অস্থায়ী সরকারি কর্মচারীদের (Government Employees) মধ্যে এখন খুশির হাওয়া বইছে।

Gov Employee DA hike News

অস্থায়ী কর্মীদের স্থায়ী করা হবে! (Permanentization of temporary workers)

২০২৪ লোকসভা নির্বাচনের আগে সরকারি কর্মীদের নিয়ে একের পর এক ঘোষণা করে চলেছে কেন্দ্র থেকে বিভিন্ন রাজ্য সরকার। এবার যেমন রাজ্যের সরকারি কর্মীদের নিয়ে বড় ঘোষণা করলো সিকিম সরকার (Government of Sikkim)। ৪ বছর টানা কাজ করা অস্থায়ী সরকারি কর্মীদের স্থায়ী নিয়োগ করার কথা ঘোষণা করেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (Prem Singh Tamang)।

আরও পড়ুনঃ পুরোনো Aadhar বাতিল! কারা পাবে নতুন নীল আধার কার্ড? না জানলে অবশ্যই দেখুন

এর আগে সিকিমে কোনও অস্থায়ী সরকারি কর্মীকে স্থায়ী হতে গেলে টানা ৮ বছর কাজ করতে হতো। এদিকে রিপোর্ট থেকে জানা যাচ্ছে, হোলির আগেই হয়তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দু’দফায় ডিএ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সিকিমেও সরকারি কর্মচারীদের নিয়ে বিরাট ঘোষণা করা হল।

পেনশন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী! (West Bengal CM on Pension)

অস্থায়ী সরকারি কর্মীদের স্থায়ী ঘোষণা করার আগে সিকিমে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। কয়েক মাস আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল সেই রাজ্যের সরকার। এবার পেনশন নিয়েও বিরাট সুখবর শোনালেন সিকিমের মুখ্যমন্ত্রী। জানানো হল, রাজ্যে এবার পুরনো পেনশন স্কিম চালু হতে চলেছে। যার দরুন অবসরের পর রাজ্য সরকারি কর্মচারীদের লক্ষ্মীলাভ হতে চলেছে। প্রসঙ্গত, বহুদিন ধরেই সিকিম সহ সম্পূর্ণ দেশে ওপিএস চালুর দাবি তোলা হচ্ছিল। এই অবস্থায় সিকিমে ওপিএস কার্যকর করার কথা ঘোষণা করলো সিকিম ক্রান্তিকারী মোর্চার সরকার।

রিপোর্ট অনুসারে, ইতিমধ্যেই সিকিমের সরকারি কর্মচারীদের ওপিএস চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। জানানো হয়েছে, ২০০৬ সালের ৩১ মার্চের আগে সরকারি চাকরিতে যোগ দেওয়া কর্মচারীদের এই ওপিএসের অধীনে আনা হবে। এক্ষেত্রে বলে রাখি, উত্তরপূর্বের প্রথম এবং এনডিএ শাসিত প্রথম রাজ্য হিসেবে সিকিমে পুরনো পেনশন স্কিম চালু করা হল। গত বেশ কয়েকমাস ধরে ওপিএস এবং এনপিএস নিয়ে গোটা দেশে রাজনীতি হচ্ছে।

আরও পড়ুনঃ ১০০০-১২০০ নয়, এবার বাড়ি বসে মিলবে ৫০০০ টাকা! নয়া প্রকল্প ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

বহু সরকারি কর্মী পুরনো পেনশন ব্যবস্থা চালুর পক্ষে সুর চড়িয়েছেন। গত অক্টোবর মাসে রাজধানীর বুকে ‘পেনশন শঙ্খনাদ মহার‍্যালি’র ডাক দেওয়া হয়েছিল। অনেকে সেই সময় দাবি করেছিলেন, জাতীয় পেনশন স্কিমের আওতায় রিটায়ারমেন্টের পর নিজেদের ভবিষ্যৎ নিয়ে তাঁরা চিন্তিত। সেই সময় একাধিক কংগ্রেস নেতা সরকারি কর্মচারীদের পক্ষে মতামত রেখেছিলেন। এসবের মাঝে প্রথম এনডিএ শাসিত রাজ্য হিসেবে সিকিমে পুরনো পেনশন ব্যবস্থা চালু হওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment