পরীক্ষা ছাড়াই TATA ইনস্টিটিউটে কর্মী নিয়োগ! বেতন ২৩ হাজার টাকা, দেখুন আবেদন পদ্ধতি

প্রতিযোগিতার এই বাজারে একটি চাকরি (Job) জোগাড় করা বেশ কঠিন। চাকরির খোঁজে রোজ হন্যে হয়ে ঘুরতে থাকেন শত শত চাকরিপ্রার্থী। এবার তাঁদের জন্যই চলে এল একটি বিরাট সুখবর। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের (TIFR) তরফ থেকে সম্প্রতি চাকরির একটি বিজ্ঞপ্তি (Recruitment Notification) প্রকাশ করা হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা সেই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন। কীভাবে করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেই তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে নিয়োগের বিজ্ঞপ্তি জারি (TATA Institute of Fundamental Research Recruitment Notice)

টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে সুপারভাইজার ট্রেনি (ক্যান্টিন) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। এই বয়সসীমার মধ্যে থাকা ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারাও এই পদের জন্য ফর্ম ফিলাপ করতে পারেন।

টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা

উপরে উল্লিখিত পদের জন্য আবেদন করতে চাইলে যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গেই কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক। এই বিষয়ে বিশদে জানতে হলে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে একবার চোখ বুলিয়ে নিন।

সুপারভাইজার ট্রেনি (ক্যান্টিন) পদে বেতন- এই পদে চাকরি পেলে মাসিক ২৩০০০ টাকা করে বেতন পাবেন।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ব্যাঙ্কে চাকরির, বেতন ১৬ হাজার! দেরি না করে এখনই আবেদন করুন

টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে চাকরির জন্য কীভাবে আবেদন করবেন?

উপরে উল্লিখিত চকরির জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। কীভাবে করবেন সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ এই প্রতিবেদনে তুলে ধরা হল।

  1. টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদনপত্র ফিলআপ করে জমা দিতে হবে।
  2. অনলাইনে আবেদন পত্র জমা দেওয়ার পর আগামী ০৪-০১-২০২৪ তারিখে সকাল ৯টার মধ্যে ইন্টারভিউ দিতে যেতে হবে।
  3. ইন্টারভিউয়ের ঠিকানা হল- TATA Institute of Fundamental Research, 1 Homi Bhabha Road, Navy Nagar, Colaba, Mumbai- 400005।

অফিশিয়াল বিজ্ঞপ্তি- অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

অফিশিয়াল ওয়েবসাইট- https://www.tifr.res.in/

Leave a Comment