বন্ধ নতুন নিয়োগ! অস্থায়ী কর্মীদের দিয়েই চলবে রাজ্য? বড় সিদ্ধান্ত সরকারের

পশ্চিমবঙ্গে চাকরির বাজার এখন বেশ খারাপ। অগুনতি শিক্ষিত তরুণ-তরুণী বেকার হয়ে বাড়িতে বসে আছেন। সরকারি চাকরি এখন রীতিমতো হাতে চাঁদ পাওয়ার মতো হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় রাজ্যের লক্ষাধিক বেকার যুবক-যুবতীর জন্য ইন্টার্নশিপের সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। স্থায়ী চাকরি (Government Job Recruitment) না দিয়ে কেন স্রেফ ইন্টার্ন হিসেবে নিয়োগ করা হচ্ছে? এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

West Bengal Govt Announce Student Internship

সম্প্রতি আড়াই হাজার শূন্যপদে ইন্টার্ন নিয়োগের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার (West Bengal Government)। স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের মাসিক ১০,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে তাঁদের। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, গোটা রাজ্য জুড়ে একাধিক প্রকল্প চলছে।

আরও পড়ুনঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি, বেতন চোখধাঁধানো! দেরি না করে এখুনি করুন আবেদন

যে কারণে রাজ্যের কোষাগারের অর্থ এখন সীমিত। আর সেই কারণেই স্থায়ী চাকরির (Government Job Recruitment) দায়িত্ব বহন করতে চাইছে না সরকার। এই জন্য আপাতত ইন্টার্ন (Intern) নিয়োগ করে তাঁদের দিয়ে সরকারি দফতরের কাজ করানোর পরিকল্পনা করেছে সরকার।

বিপুল শূন্যপদ থাকা সত্ত্বেও রাজ্যে বন্ধ নিয়োগ!

সম্পূর্ণ রাজ্য জুড়ে পুলিশের প্রচুর শূন্যপদ রয়েছে। কিন্তু তা সত্ত্বেও সেই অর্থে নিয়োগ (Gvernment Job Recruitment) হচ্ছে না। অন্যদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির জন্য সম্পূর্ণ রাজ্য জুড়ে লক্ষাধিক শূন্যপদ রয়েছে। কিন্তু সেখানেও নিয়োগ প্রক্রিয়া বন্ধ। এহেন অবস্থায় স্থায়ী কর্মী নিয়োগ না করে অস্থায়ী ইন্টার্নদের দিয়ে সরকারি দফতরের কাজ চালাতে চাইছে রাজ্য সরকার (West Bengal Government)!

আরও পড়ুনঃ রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি! হবে না পরীক্ষাও, দেরি না করে এখুনি করুন আবেদন

অস্থায়ী ইন্টার্নদের দিয়ে চলবে রাজ্য! ভবিষ্যৎ কী? (What is future of Temporary Interns?)

অনেকের মতে, এখন স্থায়ী চাকরির বদলে অস্থায়ী চাকরি কিংবা ঠিকা কর্মী দিয়ে রাজ্যের কাজ করানোটা যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে আগামী দিনে চাকরির ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে চিন্তায় পড়েছেন বহু মানুষ। তবে একথা ঠিক, রাজ্য সরকার বুঝেছে এই মুহূর্তে অধিকাংশ রাজ্যবাসীর মূল দাবি হল, কাজের অধিকার। বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে চাইছেন সকলে। সেই কারণেই নির্বাচনের আগে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু করলেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment