বেকারদের জন্য সুখবর! মাধ্যমিক পাশেই কোর্স করিয়ে চাকরি দেবে রাজ্য সরকার, আজই করুন আবেদন

এই মুহূর্তে রাজ্য সহ সমগ্র দেশের সবচেয়ে বড় সমস্যা যদি কিছু হয়ে থাকে তাহলে তা হল বেকারত্ব (Unemployment)। ২০১১ সালের পর থেকে রাজ্যবাসীর উন্নয়নের জন্য একাধিক প্রকল্প (Government Scheme) চালু করা হয়েছে। এমনই একটি প্রকল্প হল উৎকর্ষ বাংলা (Utkarsh Bangla)। রাজ্যের তরুণ-তরুণীদের কর্মসংস্থানে সাহায্যের জন্য নিয়ে আসা হয়েছে এই স্কিম। এর মাধ্যমে তরুণ-তরুণীদের কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকার অভিযোগ জানিয়েছেন অনেকেই। যে কারণে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক তরুণ-তরুণীকে বেকার থাকতে হচ্ছে। এই সমস্যা দূর করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার মধ্যে একটি হল বিভিন্ন স্বল্পমেয়াদী কোর্স চালু করা। এই কোর্সগুলিতে নাম নথিভুক্ত করাতে চাইলে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ হলেই হবে। উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এই কোর্সগুলি শুরু করবে। এর দ্বারা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত মোট ১৫টি স্বল্পমেয়াদী কোর্স চালু করবে।

WB Govt New Scheme Utkarsh Bangla

উৎকর্ষ বাংলা প্রকল্পে আবেদনের যোগ্যতা (Utkarsh Bangla Eligibility)

আপনি যদি এক্স রে টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান এবং ব্লাড কালেক্টের কোর্স করতে চান তাহলে উচ্চমাধ্যমিকে বায়ো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা আবশ্যক। এছাড়া আপনার যদি হাসপাতালের প্রশাসিক কোর্স এবং কার্ডিয়াক কেয়ার সংক্রান্ত কোর্সে আগ্রহ থাকে তাহলে মাধ্যমিক পাশ হলেই হবে। এখন যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেখানে গিয়ে যোগাযোগ করে নিতে পারেন।

উৎকর্ষ বাংলা কোর্স কোথায় হবে?

যে সকল চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট আইনের আওতায় নথিভুক্ত করা সেখানে এই কোর্সগুলি করানো হবে। শুধু তাই নয়, স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অনুমোদন থাকা জরুরি। আবেদন করার পর আরও বিস্তারিত জানতে পারবেন আপনি।

উৎকর্ষ বাংলা প্রকল্পের কোর্স (Utkarsh Bangla Courses)

  • ল্যাব টেকনিশিয়ান
  • এক্স রে টেকনিশিয়ান
  • ব্লাড কালেক্ট
  • কার্ডিয়াক কেয়ার
  • হাসপাতালের প্রশাসনিক কাজ

উৎকর্ষ বাংলা কোর্সের মেয়াদ (Utkarsh Bangla Course Duration)

এই প্রকল্পের প্রত্যেকটা কোর্সের মেয়াদ ভিন্ন ভিন্ন। তবে ঘণ্টার হিসেবে ধরলে ৩৬০ থেকে ৭২০ ঘণ্টার মধ্যে এই কোর্সগুলি হবে। থিওরি এবং প্র্যাকটিকাল দু’ধরণের প্রশিক্ষণই দেওয়া হবে। এরপর সরকারি প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। বলে রাখি, এই কোর্সগুলি শুরু করার মুখ্য উদ্দেশ্যই হল গ্রামীণ চিকিৎসার উন্নয়ন করা।

গ্রামের মানুষদের চিকিৎসার সঙ্গে যারা যুক্ত তাঁদের মাথায় রেখে এই সকল কোর্স শুরু করা হয়েছে। পাশাপাশি এগুলির মাধ্যমে অগুনতি তরুণ-তরুণী কাজের সুযোগও পাবেন। আপনি যদি এই কোর্সে ভর্তি হতে চান তাহলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করুন। সেখানেই আপনারা এই প্রকল্প সম্বন্ধে আরও বিশদে জেনে নিতে পারবেন।

1 thought on “বেকারদের জন্য সুখবর! মাধ্যমিক পাশেই কোর্স করিয়ে চাকরি দেবে রাজ্য সরকার, আজই করুন আবেদন”

Leave a Comment