আর বেকার থাকবে না কেউ! ‘চাকরি মেলা’ শুরু করল রাজ্য সরকার, এখুনি করুন আবেদন

পশ্চিমবঙ্গের চাকরির বাজার এখন বেশ খারাপ। বহু শিক্ষিত ছেলেমেয়ে চাকরি না পেয়ে বেকার হয়ে বসে আছেন। এই অবস্থায় শীঘ্রই রাজ্যে শুরু হতে চলেছে চাকরির মেলা (WB Job Fair 2024)। ইতিমধ্যেই সেখানে আবেদন শুরু হয়ে গিয়েছে। এই চাকরির মেলায় (WBMDFC Job Fair 2024) অংশগ্রহণ করে আপনিও ইন্টারভিউয়ের মাধ্যমে একটি ভালো চাকরি পেতে পারেন।

আগামী ২৬-৩০ জানুয়ারি অবধি অনুষ্ঠিত হবে এই চাকরির মেলা (WB Job Fair 2024)। পরিচালনা করবে West Bengal Minorities’ Development and Finance Corporation। গোটা দেশের একাধিক নামীদামী সংস্থা এই চাকরির মেলায় অংশগ্রহণ করে। সেখানে রাজ্যের চাকরিপ্রার্থীরা ইন্টারভিউয়ের মাধ্যমে একটি ভালো চাকরি পেতে পারেন।

Indian Teenage Boys and Girls

পশ্চিমবঙ্গে চাকরির মেলা! (West Bengal Job Fair 2024)

আপনি যদি একটি ভালো চাকরির খোঁজে থেকে থাকেন তাহলে এই চাকরির মেলা আপনার জন্য একটি ভালো সুযোগ হতে পারে। কারণ এখানে ইন্টারভিউ দিয়ে যদি চাকরি পেয়ে যান তাহলে আর আপনাকে কাজের জন্য হন্যে হয়ে খুঁজতে হবে না। পাশাপাশি যে কোনও শিক্ষাগত যোগ্যতা এই চাকরির মেলায় অংশগ্রহণ করা যায়। ১৮ বছর হয়ে গেলেই এই মেলার নাম নথিভুক্ত করানো যাবে। রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য এটি যে একটি দুর্দান্ত সুযোগ তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়াই রাজ্যে শিক্ষক নিয়োগ! সুবর্ণ এই সুযোগ হাতছাড়া না করে এখুনি করুন আবেদন

চাকরির মেলায় অংশগ্রহণের পদ্ধতি (WB Job Fair 2024 Apply Online)

পশ্চিমবঙ্গের এই চাকরির মেলায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থীকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। সেই পদ্ধতি নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে https://mu.wbmdfc.org/ এই লিঙ্কে ক্লিক করতে হবে।
  2. এরপর ‘Application for Job Fair’ অপশনে ক্লিক করতে হবে।
  3. নিজের পছন্দ অনুযায়ী কাজের বিভাগ নির্বাচন করুন।
  4. নিজের বৈধ মোবাইল নম্বর দিয়ে সাবমিট করতে হবে।
  5. যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  6. নিজের বায়োডাটা তথা CV আপলোড করতে হবে।
  7. সবকিছু হয়ে যাওয়ার পর আবেদনপত্র সাবমিট করে দিতে হবে।
  8. এরপর অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে।
  9. এরপর সেই আবেদনপত্র নিজের পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। তারিখ, স্থান এবং স্বাক্ষর করতে হবে।

আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি! মেধাবী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, আগামী ২৬-৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এই চাকরির মেলা। ঠিকানা- Park Circus Maidan, Suhrawardy Ave, Beniapukur, Kolkata, West Bengal 700017.

চাকরির মেলার জন্য আবেদনের লিঙ্কঃ ক্লিক করুন

Leave a Comment