পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি! মেধাবী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যবাসীর উন্নয়নের জন্য শুরু করেছেন কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প। সম্প্রতি যেমন ‘যোগ্যশ্রী’ এবং ‘স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম’র (Students Internship Scheme) ঘোষণা করেছেন তিনি। যার দ্বারা উপকৃত হবেন রাজ্যের অগুনতি ছাত্রছাত্রী।

পশ্চিমবঙ্গে চাকরির বাজার নিয়ে মাঝেমধ্যেই অনেকের গলায় হতাশার সুর শোনা যায়। এবার তাই রাজ্যের চাকরিপ্রার্থী এবং পড়ুয়াদের জন্য একটি বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার ধনধান্য অডিটোরিয়ামে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম (Students Internship Scheme) নামের একটি প্রকল্পের (Government Scheme) কথা ঘোষণা করেন তিনি।

Government and Private Scholarships Avaiable for Indian Students of Class X and XII

WB Governmant Students Internship Scheme

রাজ্য সরকারের (West Bengal Government) এই প্রকল্পের আওতায় ২৫০০ জন পড়ুয়া বিভিন্ন সরকারি দফতরে হাতেকলমে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। এই ইন্টার্নশিপের (Students Internship Scheme) সময়কালে তাঁদের মাসিক ১০,০০০ টাকা বৃত্তিও প্রদান করা হবে। সেই সঙ্গেই ইন্টার্নশিপ শেষ হওয়ার পর একটি শংসাপত্র দেওয়া হবে তাঁদের।

আরও পড়ুনঃ মাধ্যমিক শুরুর আগেই বদলে গেল এই ৫ নিয়ম! পরীক্ষায় বসার আগে অবশ্যই জেনে নিন

ইন্টার্নশিপের জন্য কী যোগ্যতা দরকার? (Student Internship Eligibility)

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইন্টার্নশিপ করার সময় পড়ুয়ারা যদি ভালো ভাবে দক্ষতার সঙ্গে কাজ করেন তাহলে আরও দীর্ঘ সময় ধরে তাঁদের কাজ করার সুযোগ দিতে পারে সরকার। এখন প্রশ্ন হল, ইন্টার্নশিপের (Students Internship Scheme) জন্য পড়ুয়াদের কী যোগ্যতা দরকার? জানা গিয়েছে, রাজ্যের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে পলিটেকনিক, স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে ৬০% নম্বর পেয়ে থাকলেই এই স্কিমের জন্য আবেদন করা যাবে। মুখ্যমন্ত্রীর আশা, এই স্কিমের দ্বারা পড়ুয়ারা যা শিখবেন তা তাঁদের ভবিষ্যতে কাজে আসবে।

আরও পড়ুনঃ শিক্ষার পথে বাধা হবে না অর্থ, ১ লক্ষ টাকা পাবে শিক্ষার্থীরা! আজই আবেদন করুন এই স্কলারশিপে

স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে আবেদন পদ্ধতি (How to Apply)

জানা গিয়েছে, রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে হবে। Banglar Uchcha Shikhsha ওয়েবসাইটের এর মাধ্যমে এই স্কিমের জন্য আবেদন করতে হবে। বিশদে জানতে বাংলার উচ্চ শিক্ষা ওয়েবসাইটটি একবার দেখে নিন।

Leave a Comment